চাকরি

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় সিনিয়র সফটওয়্যার পার্সোনাল নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Recruitment of senior software personnel in state government agencies, know the application rules

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর পশ্চিমবঙ্গ বাংলা সহায়তা কেন্দ্রে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল পদে নিয়োগ করবে। ২০ মার্চের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট (bskpmurecruitment.com) মারফত অনলাইনে আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট শূন্যপদ ১টি। সিনিয়র সফটওয়্যার পার্সোনাল পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এমসিএ/বিটেক/এমটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে। জি২সি সার্ভিস ইন্ডাস্ট্রি/রাষ্ট্রায়ত্ত সংস্থা/আধা সরকারি/স্বশাসিত সংস্থা/কর্পোরেট সংস্থায় ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে পাসওয়ার্ড তৈরি করুন। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন। অনলাইনে আবেদনমূল্য জমা দিন।

Related Articles