সোনাঝুরিতে বসন্ত উৎসব পালনে নিষেধাজ্ঞা, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Ban on celebrating Vasant Utsav in Sonajhuri, Dilip Ghosh makes explosive comments

Truth Of Bengal: উত্তরপাড়ায় বি এ রোডে এক বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই অনুষ্ঠানে তিনি দোল সম্পর্কে বলতে গিয়ে বিশ্বভারতীতে বসন্ত উৎসবের প্রসঙ্গ টেনে আনেন। সোনাঝুরিতে বসন্ত উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি প্রসঙ্গেও তিনি এদিন মুখ খোলেন। যারা শান্তিনিকেতনে দোল উৎসব করতে দিচ্ছে না তাদের প্রকাশ্যে জুতো মারার নিদান দেন তিনি। পাশাপাশি উল্টো করে টাঙিয়ে দেওয়ার কথাও বললেন তিনি।
বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতীতে বসন্ত উৎসবে সাধারণের প্রবেশ নিষেধ। তাই পর্যটকরা শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ে বসন্ত উৎসব পালন করেন। সেখানে বহু মানুষের সমাগমে গাড়িতে দূষণ মাত্রা ছড়ায়। সোনাঝুরি জঙ্গলের গাছ নষ্ট হয়। এবার তাই সেখানেও বন দফতর বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে। সংরক্ষিত বনাঞ্চলে আবির খেলা যাবেনা বলে জানিয়ে দিয়েছে বোলপুর বন দফতর।
সোনাঝুরিতে বসন্ত উৎসব পালনে নিষেধাজ্ঞা, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের pic.twitter.com/ZfmJPraQCZ
— TOB DIGITAL (@DigitalTob) March 14, 2025
এই নিয়ে তিনি আরও বলেন, “আনন্দের সঙ্গে হোলি খেলি আমরা। যা কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায়। উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে একমাস ধরে চলে এই দোল খেলা। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরও এই উৎসব চালু করেছিলেন। এখানেও এই পরিবেশ তৈরি হয়।
আমি একটা খবরে আজকে দেখলাম শান্তিনিকেতনে নাকি হোলি খেলা যাবে না বলে বন দফতর বলেছে। এত লোক ওখানে জড়ো হয় যার ফলে দূষণ হবে। আমি জানিনা কার মাথায় এটা এসেছে, এই কথা বলার স্পর্ধা কে করতে পেরেছে। আমাদের উৎসবে দূষণ হয় বাকি দুনিয়াতে আর কোথাও কিছু হয় না।
তখন কেউ সেখানে দূষণ দেখতে যায় না। গোটা বীরভূম থেকে বালি, পাথর, কয়লা লুট হয়ে গেল। সেখানে পরিবেশ নষ্ট হয় না। কার মাথায় এটা এসেছে যে হোলি খেললে পরিবেশ নষ্ট হয় সাথে দূষণ হয়। তাকে উল্টো করে টাঙানো উচিত। নয়তো আমি গিয়ে টাঙ্গাবো। যারা আমাদের উৎসবে বাধা দেয়, এই ধরনের দুর্যোধনরা কলিযুগে আমাদের সংস্কৃতিকে অপবিত্র করছে। তাদের প্রকাশ্যে জুতো মারা উচিত। যাতে এই ধরনের লোকেদের আর না বলে। আমাদের উৎসবে আনন্দে যারা বাধা দেয় তাদের মাফ নেই, এই স্পর্ধা যেন কেউ না দেখাতে পারে।”