বসন্ত উৎসবের দিনে বন্ধ পাঞ্জাবির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, সর্বশান্ত ব্যবসায়ী
Fire breaks out at Punjabi shop on Basant festival day

Truth Of Bengal: বসন্ত উৎসবে মাতছেন আট থেকে আশি সকলেই। আর এই দিনেই ঘটল মর্মান্তিক ঘটনা। সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত চন্দননগর খান পাড়ায় বন্ধ এক পাঞ্জাবির দোকানে আচমকাই আগুন লেগে যায়। আর তাতে প্রায় সর্বশান্ত হয়ে পড়েন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বন্ধ পাঞ্জাবির দোকানে ধোঁয়াবার হতে থাকে। দোকান মালিক হাওড়ায় থাকেন। সেইজন্য তিনি এখন আসতে পারেননি। স্থানীয়রাই দোকানের তালা ভেঙে জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা চালায়। অবশেষে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের মধ্যে থাকা সমস্ত পাঞ্জাবি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
কীভাবে দোকানের মধ্যে আচমকাই আগুন লাগল তা এখন স্পষ্ট নয়। কিন্তু আচমকাই এই ঘটনার জেরে ব্যবসায়ীর অনেক টাকাই ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবারের শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ধারে একটি প্লাস্টিকের কারখানায় আগুন ধরে যায়। কিছুক্ষণেই পুড়ে খাক হয়ে যায় গোটা কারখানা। প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।