“মারা ভাই মোদিজি…” গুজরাটি ভাষায় ‘নমো’কে সম্বোধন মরিশাসের প্রধানমন্ত্রীর
"Mara Bhai Modiji..." Mauritius PM addresses 'NaMo' in Gujarati

Truth of Bengal: মরিশাস সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের এই সফরে মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম তাকে দেশের সর্বোচ্চ সম্মাননা ‘দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশান’ প্রদান করেন।
সফরের সময়, প্রধানমন্ত্রী মোদি মরিশাসের রাজধানী পোর্ট লুইসে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের উদ্দেশে ভাষণ দেন। তার ভাষণে তিনি ভারত ও মরিশাসের গভীর বন্ধুত্বের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী মোদি মরিশাস পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মরিশাসের উপ-পররাষ্ট্রমন্ত্রী হাম্বিরাজন নরসিংহ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর আমাদের জন্য সম্মানের বিষয়। এটি একটি বিশেষ মুহূর্ত, যেখানে মরিশাসের ৩৪ জন মন্ত্রীই তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।”
মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামও মোদির ভূয়সী প্রশংসা করেন। ভাষণের সময় তিনি সরাসরি গুজরাটি ভাষায় মোদিকে সম্বোধন করে বলেন, “মারা ভাই মোদিজি, তমারো আভার” (আমার ভাই মোদিজি, তোমাকে ধন্যবাদ)। তার এই বক্তব্য উপস্থিত সকলকে অভিভূত করে।
🚨 BIG BREAKING
After Bhutan PM, now Mauritius PM calls PM Modi ‘Mara Bhai Modi Ji’ 🤯
— SOMETHING COOKING…? 🎯 pic.twitter.com/U7rUJdM9Z1
— Megh Updates 🚨™ (@MeghUpdates) March 12, 2025
ভারত ও মরিশাসের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। মরিশাস আফ্রিকা মহাদেশের অন্যতম ক্ষুদ্র দেশ হলেও এর ১২ লাখ জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত। প্রধানমন্ত্রী মোদি এর আগেও মরিশাস সফর করেছেন। ২০১৫ সালের মার্চ মাসে তিনি মরিশাসের জাতীয় দিবস উপলক্ষে দেশটি পরিদর্শন করেন।
মোদির এই সফর উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।