
Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমার হাঁসখোওয়া চা বাগানের নালা থেকে তিনটি চিতাশাবক উদ্ধার। যদিও দুই চিতাশাবকে নিয়ে গেল মা চিতাবাঘ। এমনই দৃশ্য ধরা পড়ল বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায়।
হাঁসখোওয়া চা বাগানের ৭ নম্বর ও ৮ নম্বর সেকশনের গভীর নালায় তিনটি চিতাসাবক দেখতে পান চা শ্রমিকরা। এই দেখে তড়িঘড়ি চা শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে। খবর পেয়ে বাগান কর্তৃপক্ষ খবর দেন বাগডোগরা বনদপ্তরকে। ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। এরপর চিতাশাবক গুলিকে মা চিতাবাঘের কাছে ফেরাতে তৎপর হয় বনদপ্তর। এরপরেই ওই এলাকায় টহলদারি বাড়িয়ে দেয় বনদপ্তর এবং লাগানো হয় ট্রাপ ক্যামেরা। অবশেষে সেই ট্র্যাপ ক্যামেরায় দেখা গেল গতকাল রাত অর্থাৎ সোমবার রাতে মা চিতাবাঘ এসে দুই চিতা শাবকে নিয়ে যায়। তবে সেখানে এখনও এক চিতাশাবক রয়েছে।
এই বিষয়ে বাগডোগড়া রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, হাঁসখোওয়া চা বাগানের নালার মধ্যে তিনটি চিতাশাবক দেখতে পান তিনি। এরপর বাগান কর্তৃপক্ষ তাদের খবর দেন এবং তারা ওই এলাকায় টহলদারি বাড়িয়ে দেয়। এর পাশাপাশি ট্র্যাপ ক্যামেরাও বসানো হয়। ট্র্যাপ ক্যামেরায় দেখা গিয়েছে দুই শাবককে নিয়ে গিয়েছে মা চিতা। এখনো পর্যন্ত এক শাবক রয়ে গিয়েছে। সেই জায়গায় এখনো পর্যন্ত ট্র্যাপ ক্যামেরা বসানো রয়েছে এবং বনকর্মীরা মোতায়েন রয়েছে।