রাজ্যের খবর

আগুনে পুড়ে গেল লক্ষ লক্ষ টাকা, কী হয়েছিল জানেন?

Millions of rupees burnt in fire in Raiganj

Truth Of Bengal: বিধ্বংসী অগ্নিকাণ্ড। সপ্তাহের শুরুতেই রায়গঞ্জ থানার শীতগ্রাম  নলপুকুর এলাকায় ভয়াবহ আগুন লাগে। আর তারজেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে  চারটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে দমকল বাহিনী। স্বস্তির বিষয় এই আগুন লাগার ঘটনায় এখন কোন প্রাণহানির খবর মেলেনি।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সজিবুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। ঘটনাস্থলে রায়গঞ্জ থেকে দমকল বাহিনী ছুটে আসে এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নেভানোর কাজ শেষ হয়। তবে আগুন নেভানো সম্ভব হলেও বাঁচানো যায়নি কোনো বাড়ি। তাতে বেশ ক্ষতির মুখে পড়েছেন পরিবার।

সজিবুর রহমানের পরিবারের তরফে জানান হয়েছে,  আগুনে ভস্মীভূত প্রায় ১০ লক্ষ টাকা নগদ। এছাড়াও আগুনের গ্রাসে পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে । ক্ষতির পরিমাণ এখন সামনে আসেনি।  স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। কীভাবে আগুন লাগল তা এখন জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত।

Related Articles