বিনোদন

বক্স অফিসে বাজিমাত, দেশজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার ‘ছাবা’র

'Chabaa' crosses Rs 500 crore mark at the box office

Truth Of Bengal: মুক্তির পর থেকেই বক্স অফিসে একাই রাজ করে চলেছে ভিকি কৌশল অভিনীত পিরিয়ড ড্রামা ‘ছাবা’। একের পর এক রেকর্ডও ভাঙ্গছে ভিকির ছবি। বলা যায় মুক্তির পর থেকেই বিজয় রথ ছুটছে ‘ছাবা’র। ইতিমধ্যেই দেশজুড়ে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গিয়েছে ভিকির ছবি। ১৪ ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘ছাবা’। আর ২৩তম দিনে ছবিটির উপার্জন ১৬.৫ কোটি টাকা।

আর তাতেই ছবিটি পেরিয়ে গেল ৫০০ কোটির ঘর। সব মিলিয়ে এখনও পর্যন্ত ‘ছাবা’ রোজগার করেছে ৫০৮.৮ কোটি টাকা। এর মধ্যে প্রথম সপ্তাহেই ছবিটি রোজগার করেছিল ২১৯.২৫ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে তা ছিল ১৮০.২৫ কোটি টাকা। তৃতীয় সপ্তাহে তা কমে হয় ৮৪.০৫ কোটি টাকা। সময় যত যাচ্ছে ক্রমশ বেড়েই চলেছে ছবির আয়। এদিন ভিকি , রশ্মিকা দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবির বক্স অফিস কালেকশন ভাগ করে নিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

উল্লেখ্য, ‘ছাবা’তে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে অনেক কসরত করতে হয়েছে ভিকিকে। ছবির জন্য ২৫ কিলো ওজন বাড়িয়েছিলেন অভিনেতা। আর সেই কষ্টই যে সফল সেটা ছবির বক্স অফিসে কালেকশনে স্পষ্ট। ছবিতে ভিকি কৌশলের পাশাপাশি নজর কেড়েছেন রশ্মিকা মন্দানা। ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা।

এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, ডায়ানা পেন্টি, দিব্যা দত্তরা। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে লক্ষ্মণ উতরেকার পরিচালিত পিরিয়ড ড্রামা ‘ছাবা’। আর সময় যত যাবে এই ব্যবসা যে আরও কয়েকগুণ ফুলে ফেঁপে উঠবে সেটা স্পষ্ট।

Related Articles