বিনোদন

ওয়ার্ক মুডে হবু মা, মাতৃত্বের লাবণ্যে মোহময়ী কিয়ারা

Kiara, a mother-to-be in a work mood, is mesmerized by the beauty of motherhood.

Truth Of Bengal: জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। শুক্রবারই নিজেদের বাবা মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। এখনও শুভেচ্ছাবার্তায় ভাসছেন মিস্টার মিসেস মালহোত্রা। তবে এরমধ্যেই ওয়ার্ক মুডে ধরা দিলেন হবু মা কিয়ারা। শনিবার সাতসকালে সেটে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী।

তাঁকে সেটে ঢুকতে দেখে ফটোশিকারিরা তারস্বরে শুভেচ্ছা জানাতে থাকেন। এদিন কিয়ারাকে দেখা গেল, সাদা শর্টস,ঢিলেঢালা শার্টে। শার্ট ঢিলেঢালা হওয়ার জন্য বেবিবাম্প খুব একটা স্পষ্ট বোঝা না গেলেও নজর কাড়ল হবু মায়ের সৌন্দর্যের লাবণ্য। অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন কিয়ারা।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। এবার শুরু হতে চলেছে জীবনের নতুন ইনিংস। সিদ্ধার্থ-কিয়ারা ছোট্ট একজোড়া সাদা উলের মোজার ছবি ভাগ করে নিয়েছেন।

তারকাদম্পতির হাতে ধরা সেই মিষ্টি মোজা। আর সেই ছবি পোস্ট করেই খুব শিগগিরি সন্তান আসছে বলে জানান তারকা দম্পতি। ক্যাপশনে লেখেন, ‘জীবনের সবথেকে দামি উপহার।’ সবমিলিয়ে মিস্টার এন্ড মিসেস মালহোত্রা এখন অপেক্ষায় দিন গুনছেন একরত্তি ভূমিষ্ঠ হওয়ার।

Related Articles