রাজ্যের খবর

আইসিডিএস কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ICDS employee accused of fraud

Truth Of Bengal: আইসিডএস সেন্টারে চাকরি পাইয়ে দেওয়ার আশা দেখিয়ে গ্রামবাসীদের থেকে টাকা নিতেন এক আইসিডএস কর্মী। গ্রামবাসীদের দাবি বহুদিন কেটে গেলেও চাকরি পাননি কেউই। চাকরির আশা ভঙ্গ হওয়ায় প্রতারণার স্বীকার হয় গ্রামবাসীরা। এরপর ওই আইসিডএস কর্মীকে আইসিডএস সেন্টারে বেঁধে রাখে গ্রামবাসীরা।

বিশাখা জানা, পেশায় আইসিডএস কর্মী। তিনি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের ১২৩ নম্বর আইসিডিএস সেন্টারের দিদিমণি। গ্রামবাসীদের অভিযোগ এলাকার মহিলাদের ওই আইসিডিএস সেন্টারে চাকরি পাইয়ে দেবে বলে লাখ লাখ টাকা নেন তিনি।

কিন্তু বহুদিন কেটে গেলেও কাউকেই চাকরির মুখ দেখাতে পারছিলেন না ওই মহিলা। চাকরি না পেয়ে প্রতারিত সকলে প্রতারিত হচ্ছেন এটা বুঝতে পেরে সেই আইসিডিএস দিদিমনির ওপর চরাও হয় গ্রামবাসীরা। এরপর তাকে পোস্টে দড়ি দিয়ে বেঁধেও রাখা হয় ।

চাকরি না দিতে পারায় গ্রামবাসীরা তাদের দেওয়া টাকা ফেরত চায়। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না তারা তাদের টাকা ফেরত পাচ্ছে ততক্ষণ তারা দিদিমণিকে ছাড়বে না। গ্রামবাসীদের তরফ থেকে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন ওই আইসিডএস কর্মী। কিন্তু চাকরি তো দিচ্ছেই না উল্টে টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে তাদের। এমনকি পুলিশকে বলে ভুয়ো গাঁজার কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তাদের।

Related Articles