রাজ্যের খবর

প্রয়াগরাজ থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা, আহত ২৪

Bus accident on way back from Prayagraj, 24 injured

Truth Of Bengal: প্রয়াগরাজে কুম্ভ শেষ হবার পরেও দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না কুম্ভমেলার। কুম্ভ ফেরত ফের বাস দুর্ঘটনা। ঘটনাটি ঘটে, হুগলির দাদপুর থানার সোমসারা এলাকার ১৯ নং জাতীয় সড়কে।

জানা যায়, শনিবার রাতে প্রয়াগরাজ থেকে কুম্ভযাত্রা শেষ করে একটি বাস বর্ধমানের দিক থেকে কলকাতার দিকের রাস্তায় ফিরছিল। সেইসময় ওই বাসটিতে ৬২ জন পূন্যার্থী উপস্থিত ছিলেন। সেইসময় উল্টো দিক থেকে একটি লরি আসছিল। সেইসময় ওই বাসটি লরিটিকে পাস কাটিয়ে বেরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরে দুটি রাস্তার মাঝে উল্টে যায় বাসটি। তাদের উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশ।

এরপর এই ঘটনা দেখা মাত্রই পুলিশকে খবর দেয় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে তারা এলে তারা ওই বাসটিতে থাকা যাত্রীদের উদ্ধার করতে শুরু করে। এরপর তারা আহতদের ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর ওই এলাকায় আরও উপস্থিত হন হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার,ডিএসপি প্রিয়ব্রত বক্সি। এই ঘটনার তল্লাসি চালাতে গেলে চালক ঘুমিয়ে পরেছিল বলে এমনটাই প্রাথমিক অনুমান করছে পুলিশ। তারা আরও জানিয়েছে, এই ঘটনার জেরে ২৪ জন আহত হয়েছে। এই মুহূর্তে তাদের হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।

Related Articles