প্রযুক্তি

পকেট ফ্রেন্ডলি দামে নয়া মডেলের স্মার্টফোন আনল স্যামসঙ

Samsung launches new smartphone model at pocket-friendly price

Truth Of Bengal : স্যামসঙ ভারতের বাজারে ‘এফ’ সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy F06 5G আনল।
১০ হাজার টাকা বাজেট রেঞ্জের ফোনটিতে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 6GB RAM এবং Dimensity 6300 প্রসেসর রয়েছে।

ভারতের বাজারে Samsung Galaxy F06 5G ফোনটি 4GB এবং 6GB RAM সহ এসেছে। এই ফোনে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে 4GB ভার্চুয়াল RAM এবং 6GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB এবং 12GB RAM এর পারফরম্যান্স মিলবে। ফোনে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ভ্যানিলা মডেলের 4GB RAM ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা এবং 6GB RAM ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা রাখা হয়েছে। লঞ্চ অফার হিসেবে Galaxy F06 5G ফোনটিতে ৫০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর ফোনটির দাম ৯৪৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা হবে। এই স্যামসাঙ 5জি ফোনটি Bahama Blue এবং Lit Violet মতো রঙে পাওয়া যাবে।
Samsung Galaxy F06 5G ফোনে 6.74 ইঞ্চির এইচডি+ স্ক্রিন আছে। এই ফোন অ্যান্ড্রয়েড 14 সিস্টেমে চলবে। ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপগ্রেড রয়েছে।
উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য

স্যামসাঙ ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এইভাবে সেলফি এবং ভিডিওর জন্য Galaxy F06 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও এই বাজেট রেঞ্জের ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

২৫ ওয়াট চার্জার বাক্সে থাকবে না এবং এটি আলাদা করে কিনতে হবে।Samsung Galaxy F06 5G ফোনে12 5G Bands রয়েছে, ফলে গ্রাহকরা Jio ও Airtel এবং Vi মতো নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। অন্য ফোনের ডেটা ট্রান্সফার করার জন্য ফোনটিতে Quick Share ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে আনলকিং ও সিকিউরিটির জন্য ফোনের সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Related Articles