রাজ্যের খবর

জয়রামবাটিতে জঞ্জালের স্তূপ, সমস্যায় পুণ্যার্থীরা

Piles of garbage pile up in Jayarambati, pilgrims in trouble

Truth Of Bengal: পুণ্যভূমি জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা দেবী। সেই কারণেই প্রতিদিন দূর দূরান্তের ভক্তরা আসেন এই পুর্ণ্যভূমিতে পুণ্য অর্জন করতে। জয়রামবাটির প্রবেশ দ্বারের একটু আগেই রয়েছে সারদা কানন। পাশ দিয়ে কুলুকুলু শব্দে বয়ে চলেছে আমোদর নদ।

নিজস্ব চিত্র

লোকশ্রুতি হিসেবে জানা যায় একসময় সারদা দেবী তার ভাই বোনেদের নিয়ে এবং সন্তানদের নিয়ে এই দামোদর নদে স্নান করতে আসতেন। সেই দামোদর নদ এখন নোংড়া  আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। তার পাশ দিয়ে যাতায়াত করতে গেলে দুর্গন্ধে গা ঘিনঘিন করছে।

নিজস্ব চিত্র

‘দামোদর’ নদ। শ্রী শ্রী সারদা দেবীর কাছে সাক্ষাৎ গঙ্গা হিসেবেই আখ্যায়িত এই নদের বর্তমান অবস্থা চোখে না দেখলে যেন বিশ্বাস হয়না! বাঁকুড়ার দিক থেকে শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি মাতৃমন্দিরের প্রবেশ দ্বার হিসেবে চিহ্নিত আমোদর নদীর খাল নোংরা আবর্জনায় ভর্তি। স্থায়ী ডাম্পিং গ্রাউণ্ড না থাকায় নোংরা আবর্জনা ফেলে যায় মানুষ।

স্থানীয়রা জানিয়েছেন, দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ প্রতিদিন মাতৃমন্দিরে আসেন। কখনো কখনো ঘুরতে ঘুরতে তাঁরা পৌঁছে যান স্থানীয় পার্ক থেকে দামোদর নদের পাড়েও।

কিন্তু অস্বাস্থ্যকর এই পরিবেশ কখনও কখনও অস্বস্তির কারণ হয়ে ওঠে। একদিকে পরিবেশ দূষণ, অন্যদিকে দৃশ্য দূষণ! সব মিলিয়ে দামোদর নদের এই খাল এলাকা সাধারণ মানুষ থেকে পর্যটক সকলের কাছেই অত্যন্ত মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও সন্ধ্যা থেকেই এই নদীর পাড়ে চলছে অসামাজিক কাজকর্ম। প্রশাসন সব জেনেও না জানার ভান করে আছে।

নিজস্ব চিত্র

এবিষয়ে কোতুলপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় বাগকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। খুব দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে দায় সারেন। কবে যে সুরাহা হবে সেদিকেই তাকিয়ে পর্যটক থেকে সাধারণ মানুষ।