বিমানবন্দরে একসঙ্গে কৃতি-কবীর, সামনেই কি বিয়ে?
Kriti-Kabir together at the airport, is marriage imminent?

Truth Of Bengal: বলিউড জুড়ে এখন প্রেমের মরশুম। একের পর এক বলিউড তারকা চুটিয়ে প্রেম করছেন। সেই তালিকাতে রয়েছেন বলিউড হাসিনা কৃতি শ্যাননও। গত বছর থেকেই বলিপাড়ায় কান পাতলেই ভাসছে কৃতির প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছিল, শিল্পপতি কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী।
কৃতির সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালেই কৃতি-কবীরের একসঙ্গে কাটানো মুহূর্ত স্পষ্ট হয়। তবে এবার দিল্লি বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন কৃতি-কবীর। দুজনেরই বাবা মা দিল্লিতে থাকেন। তাই কৃতি-কবীরকে একসঙ্গে বিমানবন্দরে দেখে স্বাভাবিকভাবেই উঠছে তাদের বিয়ের গুঞ্জন।
View this post on Instagram
এদিন কৃতি বেছে নিয়েছিলেন সাদা টপ, জিনস, কালো চামড়ার জ্যাকেট আর টুপি। অন্যদিকে কবির ঝকঝকে কালো পোশাক। তবে বিমানবন্দরে প্রেমিকযুগলকে দেখে তাদের বিয়ের গুঞ্জন বেড়েছে আরও কয়েকগুন। বলিপাড়ায় গুঞ্জন, ২০২৫ সালের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবে জুটি। তার প্রাক্কালেই দিল্লিতে এবার দুই পরিবার পাকা কথা বলবে। যদিও এখনো নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি কৃতি-কবীর।
উল্লেখ্য, যদিও বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে তাঁর পরিচয়। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। কৃতি-কবীরের প্রেমের গুঞ্জন শুরু হয় গত জুলাইয়ে জন্মদিনের সময় থেকে। দীপাবলিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন কৃতি-কবীর। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কৃতি। আর তাতেই স্পষ্ট হয়েছে এক ওপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি-কবীর। এখন দেখার কবে সাত পাকে বাঁধা পড়েন এই লাভ বার্ডস।