খেলা

ইস্টবেঙ্গলের জন্য অনুশোচনা করলেও সমর্থকদের জন্য ম্যাচ জিততে চান মেহরাজ

Mehraj regrets East Bengal but wants to win the match for the fans

Truth Of Bengal: চলতি আইএসএল- ইস্টবেঙ্গলের মতো একই অবস্থা মহমেডানের-ও। কলকাতার এই দুই প্রধানই এখন আইএসএল-র পয়েন্ট টেবিলে রয়েছে একদম নীচের দিকে। রবিবার ফের আইএসএল-র ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে তারা। শনিবার সাংবাদিক সম্মেলনে এসে নিজের দলের হতাশাজনক পারফরম্যান্সের পর মহমেডানের অন্তবর্তীকালীন কোচ মেহেরাজউদ্দিন ওয়াদুর গলায় শোনা গেল ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়েও হতাশার সুর।

শনিবার সাংবাদিক সম্মেলনে মেহরাজ জানান, ‘ইস্টবেঙ্গল ম্যাচ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচ থেকে জিতেই আমরা আমাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। আইএসএল-এ প্রথম খেললেও দীর্ঘদিন আমরা কোনও ম্যাচে জয় পায়নি। ফলে সমর্থকরাও একটা সময় হতাশ হয়ে পড়ছেন। কাজেই রবিবার ম্যাচ জিতে তাঁদের মুখে হাসি ফোটাতে চাই।’ মেহেরাজ আরও বলেন, ‘মহমেডান আইএসএল-এ এবারই প্রথম খেলছে। তার ফলে তাদের অভিজ্ঞতাটাও অনেক কম ছিল। তবে আগামী মরশুমে মহমেডান আইএসএলে ভাল ফল করবে বলেই আমার আশা।’

এদিকে লাল-হলুদের বিপক্ষে মহমেডান পাবে না দলের অন্যতম সেরা মিডিও কাশিমভকে। কার্ড সমস্যার জন্য এই ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। পাশাপাশি পাওয়া যাবে না ডিফেন্ডার সামাদ আলি মল্লিক ও জোসেফকেও। তবে কে আছে, কে নেই তা নিয়ে এখন ভাবতে নারাজ মহমেডানের কোচ। যাঁরা আছেন তাঁদের নিয়ে লাল-হলুদের বিপক্ষে ঝাঁপাতে চাইছেন মেহরাজ। তাঁর আশা যদি গোল না খাওয়া যায়, তাহলে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়া যেতেই পারে।

পাশাপাশি রবিবারে তাঁর প্রতিপক্ষ দল, ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়েও মেহরাজ বলেন, ‘এবারে ইস্টবেঙ্গল অনেক শক্তিশালী দল গড়েছিল। আমি আশা করেছিলাম, ইস্টবেঙ্গল এবার আইএসএল-এ ভাল পারফরম্যান্স করবে। কিন্তু তা করতে ব্যর্থ হয়েছেন লাল-হলুদ ফুটবলাররা। দলের প্রাক্তন ফুটবলার হিসাবে আমি তাদের পারফরম্যান্সে বেশ হতাশই হয়েছি।