দেশ

ভারতীয় অভিবাসীদের বিমান অমৃতসরে নামায় ক্ষুব্ধ পঞ্জাবের মুখ্যমন্ত্রী, পাল্টা সরব বিজেপি

Punjab CM angry over Indian migrants' flight landing in Amritsar, BJP retaliates

Truth Of Bengal: প্রথমে নেমেছিল একটি বিমান। বর্তমানে আরও দুটি বিমান নামার কথা রয়েছে। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি অমৃতসরে নামবে আরও দুটি বিমান। আমেরিকাতে থাকা ভারতীয় অভিবাসীদের নিয়ে নামবে সেই বিমান। এই বিষয় নিয়েই কেন্দ্রের চক্রান্তের অভিযোগ তুলছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাল্টা দেয় বিজেপিও। বর্তমানে আমেরিকা থেকে দেশে ফেরানো ভারতীয় অভিবাসীদের দেশে ফেরানো নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পঞ্জাবের রাজনৈতিক মহল।

শনিবার মার্কিন মুলুক থেকে দেশে ফেরার বিমানে উপস্থিত ১১৯ জন। এর আগে প্রথম বিমানে দেশে ফেরেন ২০৫ জন অভিবাসী। রবিবারও ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে নামার কথা রয়েছে আরও একটি বিমানের। এই পরিস্থিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “অমৃতসরকেই কেন বিমান নামানোর ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হচ্ছে? এর কারণ জানাতে হবে বিদেশমন্ত্রককে। এর পেছনে পাঞ্জাবকে কলঙ্কিত করার উদ্দেশ্য রয়েছে কিনা তাও স্পষ্ট করতে হবে।”

তাঁর কথায়, “বরাবরই পাঞ্জাবকে কলঙ্কিত করার চেষ্টা করে গিয়েছে বিজেপির নেতৃত্বাধীন সরকার।” পঞ্জাবের মুখ্যমন্ত্রীর খোচা, “একাধারে মোদি ও ট্রাম্পের বৈঠক। অন্যদিকে ভারতীয়দের শিকল বাঁধা অবস্থায় আমেরিকা থেকে দেশে ফেরানোই কি মার্কিন প্রেসিডেন্টের উপহার?”

একইসঙ্গে এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে বিজেপি নেতা প্রবীণ খান্ডেলওয়াল-এর মন্তব্য, “এমন স্পর্শকাতর বিষয় নিয়ে ভগবন্ত মানের কোনও মন্তব্য না করাই উচিত। আপ নেতারা দেশের নিরাপত্তা নিয়ে না ভেবে কেবল রাজনীতি করে চলেন।”