কেরলে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি, তিন মিনিটে লুট ১৫ লক্ষ টাকা!
Adventurous bank robbery in Kerala, Rs 15 lakh looted in three minutes!

Truth of Bengal: কেরলের ত্রিশূরে এক ব্যাঙ্কে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ, মাত্র তিন মিনিটেরও কম সময়ে এক ব্যক্তি ব্যাঙ্কে ঢুকে ১৫ লক্ষ টাকা লুট করে পালিয়ে যান।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিনের বেলায়, যখন ব্যাঙ্কে গ্রাহকদের সংখ্যা ছিল কম, আর ব্যাঙ্ককর্মীরাও ছিলেন হাতে গোনা। সেই সুযোগই কাজে লাগান অভিযুক্ত।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি স্কুটারে করে ব্যাঙ্কে আসেন। তাঁর মাথায় ছিল কালো হেলমেট। ব্যাঙ্কে ঢুকেই আচমকা পকেট থেকে ছুরি বার করে ব্যাঙ্ককর্মীদের ভয় দেখান। এরপর সকলকে এক জায়গায় জড়ো করে বাথরুমে আটকে দেন এবং লুটপাট চালান।
A daylight bank robbery took place in #Chalakudy, #Thrissur, at the Potta branch of #FederalBank. The incident occurred around noon when a masked robber arrived at the bank on a bike, brandishing a knife. He threatened the bank employees, forced them into a room, and smashed the… pic.twitter.com/bRRTl04UJE
— Hate Detector 🔍 (@HateDetectors) February 15, 2025
পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে মোট ৪৭ লক্ষ টাকা ছিল। তবে অভিযুক্ত ১৫ লক্ষ টাকা ব্যাগে ভরে দ্রুত ব্যাঙ্ক থেকে বেরিয়ে যান। গোটা ঘটনা মাত্র তিন মিনিটের মধ্যেই ঘটে যায়।
ত্রিশূর (গ্রামীণ) জেলার পুলিশ সুপার বি কৃষ্ণ কুমার জানিয়েছেন, পুলিশের হাতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ রয়েছে। সেটি বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁকে দ্রুত গ্রেফতার করাই পুলিশের প্রধান লক্ষ্য।