Truth Of Bengal: শেখ হাসিনার সময়কালে বাংলাদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশে ছিল নাকি কুখ্যাত বন্দীশালা যার নাম ছিল “আয়না ঘর”। বুধবারে আয়না ঘর পরিদর্শনে যান সে দেশের অন্তবর্তী ইউনুস সরকার এবং সেখানে গিয়ে চাঞ্চল্যকর বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।
বাংলাদেশের একাধিক প্রখ্যাত সংবাদপত্রের প্রতিবেদনে ইউনুস সরকারের দপ্তরের তরফে ” আয়না ঘরের” প্রকাশিত হয় বিভিন্ন ছবি এবং ভিডিও। প্রকাশিত ছবি অনুযায়ী সেই ঘরে নাকি বই দুটি চেয়ার ব্যবহার করা হতো বন্দীদেরকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য।
তাছাড়া এই আয়না ঘরেই থাকতো নাকি বিভিন্ন অসংখ্য খুবড়ি ঘর। সেই ঘর গুলির আয়তন এতটাই ছোট সেখানে আলো, বাতাস পর্যন্ত পৌঁছাত না বলে অভিযোগ। আয়না ঘর পরিদর্শনে ইউনুস বলেন ” একজন কে খুবড়ির মধ্যে রাখা হয়েছিল তার বক্তব্য অনুসারে মুরগির খাঁচা থেকেও ছোট ছিল সেই ঘর।