আসেনসিওর বিরুদ্ধে যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগ, তদন্ত জারি আদালতের
Asensio accused of spreading sexual harassment video, court orders investigation

Truth Of Bengal : রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক মহিলার যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। এরপরই তদন্ত শুরু করে স্পেনের এক আদালত। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্ত বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। কিন্তু তাঁর সেই আবেদন কর্ণপাত করেনি স্পেনের আদালত। রিয়াল ডিফেন্ডারের বিরুদ্ধে ওঠা তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশও জারি রেখেছে আদালত।
উল্লেখ্য, রিয়ালের হয়ে ২২ ম্যাচ খেলা স্পেনের ডিফেন্ডারের বিরুদ্ধে ২০২৩ সালের জুন মাসে দুই মহিলা খেলোয়াড়ের যৌন সম্পর্কের ভিডিও শেয়ার করার অভিযোগ ওঠে। এরপর স্পেনের গ্রান কানারিয়া আদালতে প্রথম অভিযোগ দায়ের হয়। তারপর আদালত তদন্তের নির্দেশ জারি করে রিয়াল ডিফেন্ডারের বিরুদ্ধে। আদালতের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আসেনসিওর আইনজীবী। কিন্তু তা খারিজ করে দেয় আদালত।
ওই এক বছর এই ঘটনায় চার খেলোয়াড়কে গ্রেফতারও করা হয়। এমনকি তাদের স্মার্টফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ভিডিও ছড়ানোর বিষয়ে তারা প্রমাণ দাখিল করেছে।’ পুলিশ সূত্রে খবর, ক্যানারি দ্বীপপুঞ্জের এক ১৬ বছর বয়সী শিশুর মা যৌন সম্পর্ক স্থাপনের ভিডিও তোলার অভিযোগ করেছেন। যা তাঁর অনুমতি ব্যতীত।