কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ, ৪ দিন পরিষেবা বন্ধ থাকবে

East-West Metro service closed, service will remain closed for 4 days

Truth Of Bengal :মেট্রোর কাজের জন্য মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রথম দফায় টানা ৪দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা পাবে না যাত্রীরা। অর্থাত্ ১৩তারিখ থেকে ১৬তারিফ হাওড়া ময়দান থেকে এসপ্লানেড ও শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালু থাকবে না কোনও মেট্রো।

মেট্রো প্রশাসনের তরফ থেকে জানা গেছে, শিয়ালদা থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোর পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়ে গেছে। সেই অংশের রুটে সিগন্যালিং ব্যবস্থার আওতায় মেট্রোর বাকি পথকে যুক্ত করার কাজ জোরদার করতে চায় মেট্রো কর্তৃপক্ষ।  স্বয়ংক্রিয় প্রযুক্তিতে পাতালরেল নিয়ন্ত্রণ সংক্রান্ত পরীক্ষা চালানোর জন্য ওই সময়ে পরিষেবা বন্ধ রাখা হবে। প্রথম পর্বের পরীক্ষা মিটলে পরের ধাপে ২০-২৩ ফেব্রুয়ারি ফের একই ভাবে পরিষেবা বন্ধ থাকবে। জনস্বার্থে এই কথা প্রচারেও এগিয়ে এসেছে মেট্রো কর্তৃপক্ষ। সাধারণ ও নিত্যযাত্রীরা যাতে বিকল্প রুটে যাতায়াত করে সেজন্য প্রচারেও তুলে ধরা হচ্ছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্লানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ পথে পরিষেবা বন্ধ থাকায় ওই সময়ে যাত্রীদের চাপ বাড়বে। এরজন্য হাওড়া থেকে ধর্মতলার মধ্যে বেসরকারি বাসের ‘ট্রিপ’ বাড়ানো হচ্ছে।কোনও কোনও অংশে আবার সরকারি বাসের শাটল পরিষেবা চালানো হতে পারে। ব্যস্ত সময়ে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকলে শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের সেক্টর ফাইভে পৌঁছতে সমস্যার মুখে পড়তে হতে পারে। একই ভাবে উত্তর-দক্ষিণ মেট্রোর যাত্রীদের ক্ষেত্রেও হাওড়া যেতে সময় বেশি লাগবে।তাই সবদিক দিয়ে বিকল্প যানেই ভরসা করতে হবে নিত্যযাত্রীদের। তাই পাতালরেলের পরিষেবা বন্ধ থাকায় অন্য গণমাধ্যমকে বেছে নেওয়ার তত্পরতা দেখা যাচ্ছে।

Related Articles