চাকরি

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় গবেষক নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Zoological Survey of India Researcher Recruitment, How to Apply

Truth Of Bengal : মৌ বসু : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় গবেষণার সুযোগ তৈরি হয়েছে। জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় গবেষক নিয়োগ করা হবে। এনএমএইচএসের আর্থিক তহবিলে চলা প্রকল্পের জন্য মোট ৩টি পদে গবেষক নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি। ১০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, রিসার্চ অ্যাসোসিয়েট ১ (আরএ-১) পদে মোট শূন্যপদ ১। মাসে বেতন মিলবে ৬৭ হাজার টাকা করে। বাড়ি ভাড়া ভাতা মিলবে অতিরিক্ত। জিওইনফর্মেটিক্সে পিএইচডি ডিগ্রি/জিআইএস-আরএস সায়েন্স/লাইফ সায়েন্স বা সমতুল্য বিষয়ে ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

রিসার্চ অ্যাসোসিয়েট ২ (আরএ-২) পদে মোট শূন্যপদ ২। মাসে বেতন মিলবে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ৫৮ হাজার টাকা করে। বাড়ি ভাড়া ভাতা মিলবে অতিরিক্ত। যে সব চাকরিপ্রার্থীরা পিএইচডি থিসিস জমা দিয়েছেন তাঁদের মাসে বেতন মিলবে ৪২ হাজার টাকা করে। বাড়ি ভাড়া ভাতা মিলবে অতিরিক্ত। জ্যুলজি/অ্যানিমাল ইকোলজি/ওয়াইল্ডলাইফ সায়েন্স/জিওইনফর্মেটিক্স বিষয় পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পিএইচডি থিসিস জমা দিয়েছেন এমন চাকরিপ্রার্থীরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

জুনিয়র রিসার্চ ফেলো পদে শূন্যপদ ১। সিএসআইআর/ইউজিসি কোয়ালিফাইড হলে মাসে বেতন মিলবে ৩৭ হাজার টাকা করে। বাড়ি ভাড়া ভাতা মিলবে অতিরিক্ত। যদি সিএসআইআর/ইউজিসি কোয়ালিফাইড না হলে মাসে বেতন মিলবে ২৪ হাজার টাকা করে। বাড়ি ভাড়া ভাতা মিলবে অতিরিক্ত। জ্যুলজি/ওয়াইল্ডলাইফ সায়েন্স/জীববিজ্ঞানে ন্যূনতম ৬০% নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

কীভাবে করবেন আবেদন

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট “https://zsi.gov.in/advertisement” মারফত আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ১০ ফেব্রুয়ারির মধ্যে ইমেইল আইডি মারফত অনলাইনে জমা দিতে হবে। এই ইমেইল আইডি ([email protected]) মারফত অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের অ্যাডভান্স কপি গুগল ফর্ম পূরণ করে জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, গবেষণার কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র, জন্মের শংসাপত্র বা প্রয়োজনীয় প্রমাণপত্র, পরীক্ষার মার্কশিটের প্রতিলিপি জমা দিতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের অনলাইন ইন্টারভিউ ডাকা হবে। ইন্টারভিউয়ের তারিখ ও সময় বাছাই করা চাকরিপ্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Related Articles