গুটখা, বিড়ি, মদ ও অন্তর্বাসের বিজ্ঞাপন নিষিদ্ধ অযোধ্যায়
Advertisements of gutkha, bidi, liquor and underwear banned in Ayodhya

Truth Of Bengal: রামনগরী অযোধ্যায় এবার নিষিদ্ধ হল অন্তর্বাসের বিজ্ঞাপন। এর আগেই অযোধ্যার ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে, গুটখা, বিড়ি, মদ ইত্যাদির বিজ্ঞাপন ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছিল। একসময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকা নরেন্দ্রালয় এখন নগরবাসীর কাছে নতুন ভূমিকায় প্রবেশযোগ্য হবে। এখানে একটি পার্কিং স্পেস নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। অযোধ্যার মেয়র মহন্ত গিরিশপতি ত্রিপাঠীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মেয়র মহন্ত গিরিষ্পতি ত্রিপাঠী পুর কমিশনার সন্তোষ শর্মার সঙ্গে কর আদায় পর্যালোচনা করেন। এই সময়, তিনি কম সংখ্যক বাড়ি থেকে কর আদায় হওয়ার উপর অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আগামী মাসে আরও বেশি সংখ্যক বাড়ি থেকে কর আদায়ের প্রয়োজন। ক্ষুদ্র করদাতাদের সঙ্গে সমন্বয় করে ১০০% ভবন থেকে কর আদায় করা উচিত।
পর্যালোচনা সভায় দেখা গিয়েছে যে, আর্থিক বছরে এখন পর্যন্ত ২১,৫৯৪ জন করদাতার কাছ থেকে ৪৩.২১ কোটি টাকা আদায় করা হয়েছে। এতে কর থেকে প্রাপ্ত আয় ১৯ কোটি ২৯ লক্ষ ৬৩ হাজার টাকা। যেখানে কর-বহির্ভূত আয় ২৩ কোটি ৯১ লক্ষ ৩১ হাজার টাকা। তিনি শহরে ব্যবসায়িক কার্যক্রমের প্রচারের উপরও জোর দেন।
পুর কর্পোরেশনের নতুন গড়ে ওঠা সম্পদ থেকে আয় বৃদ্ধির জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, বাণিজ্যিক কর্মকাণ্ডের কারণে বড় বড় প্রতিষ্ঠানের আগমন কেবল শহরের আয় বৃদ্ধি করবে না বরং এখানে আগত পর্যটক এবং ভক্তরাও আরও উন্নত সুযোগ-সুবিধা পাবেন।
অযোধ্যা ধামে কর আদায়ের বিল বিতরণের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করেছেন পুর কমিশনার। পর্যালোচনা সভায় দেখা গিয়েছে, সাতটি ওয়ার্ডে জল ও গৃহকর আদায়ের নোটিশ জারি করা হয়নি। পুর কমিশনার এক সপ্তাহের মধ্যে সমস্ত নোটিশ জারি করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছেন। তিনি বলেন, বাড়ির মালিকের সম্মতি এবং ঘোষণার ভিত্তিতে যদি কর নির্ধারণ করা হয়, তাহলে আদায়ে কোনও অসুবিধা হবে না। তিনি এসএমএসের মাধ্যমে নোটিশ পাঠানো এবং ডিজিটাল পেমেন্টের সুবিধা বাস্তবায়নের নির্দেশ দেন। জোনাল অফিসারদের নিয়মিত কর আদায় পর্যালোচনা করার নির্দেশও দিয়েছেন তিনি।