রাজ্যের খবর

মহিলাদের কুপ্রস্তাব! নদিয়ার প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ি ভাঙচুর

Women's bad advice! Former police officer's house vandalized in Nadia

Truth Of Bengal: দীর্ঘদিন ধরে মহিলাদেরকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে উত্তাল হল নদীয়ার শান্তিপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন পাড়া। অভিযোগের আঙুল এক প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। স্থানীয় মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি টাকার বিনিময়ে মহিলাদের কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে একাধিকবার পুরসভায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এদিন ক্ষোভে ফেটে পড়েন এলাকার শতাধিক মহিলা।

বৃহস্পতিবার ক্ষুব্ধ মহিলারা ঝাঁটা, লাঠি নিয়ে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং বাড়িতে ভাঙচুর চালান। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বপনকুমার মণ্ডল-সহ আরও দু’জনকে আটক করে। পরবর্তীতে, ক্ষুব্ধ মহিলারা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, এবং উপযুক্ত প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। অন্যদিকে প্রাক্তন পুলিশ কর্মী স্বপনকুমার মণ্ডলের পাল্টা অভিযোগ, তিনি জায়গা কিনে বাড়ি করার সময় স্থানীয় ক্লাব তাঁর কাছে একটি মোটা অঙ্কের টাকা দাবি কর। সেই টাকা সে দিতে রাজি না হওয়ায় তাঁর ওপর এই ধরনের হামলা এবং তাঁকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে সঠিক বিচারের দাবিতে, আইনের প্রতি ভরসা রাখছেন বলে জানিয়েছেন প্রাক্তন পুলিশ কর্মী স্বপনকুমার মণ্ডল।

Related Articles