ছবির জন্যে কড়া অনুশীলন দেবের, শিখছেন ঘোড়সওয়ারি
Dev practices hard for the film, learns horse riding

Truth Of Bengal: ‘দেব’ নামটাই এখন শেষ কথা। বিগত কয়েক বছর ধরে চরিত্রের খাতিরে নিজেকে বারে বারে ভেঙেছেন দেব। তার অভিনয় এখন অনেক বেশি শক্তিশালী। অনেক বেশি সাবলীল। আর এসবের পিছনে রয়েছে কড়া অনুশীলন। চলতি বছরেই আসছে ‘রঘু ডাকাত’।
View this post on Instagram
ছবিতে ডাকাত সর্দার রঘুর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। আর ছবিতে এই চরিত্রকে ফুটিয়ে তুলতেই কড়া অনুশীলনের মধ্যে রয়েছেন টলিউডের রাজার রাজা। শিখছেন ঘোড়সওয়ারি। সম্প্রতি দেব তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ঘোড়সওয়ারির কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন। পর্দায় ডাকাত সর্দার রঘুর চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে তৈরি করতে ব্যস্ত অভিনেতা। আর সেই কারণেই শিখছেন ঘোড়সওয়ারি।
ইতিমধ্যেই ‘রঘু ডাকাত’ ছবির জন্যে তালিম নেওয়া শুরু করে দিয়েছেন দেব। এমনকি এই ছবির জন্যে ভাষা এবং কথা বলার ধরনও শিখতে হবে তাঁকে। তাই এই চরিত্রকে আত্মস্থ করতে কোনো রকম ফাঁক ছাড়ছেন না অভিনেতা। উল্লেখ্য, চলতি বছরের সরস্বতী পুজোর দিনই ছিল ‘রঘু ডাকাত’ ছবির মহরত। উপস্থিত হয়েছিলেন ছবির সকল কলাকুশলীরা।
ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে খলচরিত্রে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। পাশাপাশি ছবিতে দেবের নায়িকার চরিত্রে দেখা যাবে ইধিকা পাল। এই নিয়ে দ্বিতীয়বার বার জুটি বাঁধছেন দেব-ইধিকা। এর আগে ‘খাদান’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন দুজনে। চলতি বছরের পুজোয় বড় পর্দায় মুক্তি পাবে দেব অভিনীত পিরিয়ড ড্রামা ‘রঘু ডাকাত’।