সম্পাদকীয়

নতুন মৌজা ম্যাপ গুরুত্বপূর্ণ উদ্যোগ

New Mouza Map is an important initiative

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের একাধিক জনস্বার্থমূলক প্রকল্প চালু আছে। সেই উন্নয়নমূলক প্রকল্পকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে এবার নতুন করে ‘মৌজা’ ম্যাপ তৈরি করার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এখন। কোনও জায়গায় সম্পূর্ণ জলাভূমি ছিল। ‌এখন সেখানে রীতিমতো শহর হয়ে গিয়েছে। ক্যাডাস্ট্রাল ম্যাপ থাকলে কোথায় কী কী আছে তা সরকারের নখদর্পণে থাকবে। ফলে উন্নয়নকে সেখানে পৌঁছে দিতে অনেক সুবিধা হবে। এখন দুয়ারে সরকার চলছে। ‌ ৩৭টি প্রকল্পকে নিয়ে ক্যাম্প তৈরি করা হয়েছে বিভিন্ন অঞ্চলে।‌

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও রাজ্য সরকারি প্রকল্প পৌঁছতে হবে। ক্যাডাস্ট্রাল ম্যাপ এক্ষেত্রে আগামী সময় আরও বেশি সঠিক এবং দিক নির্দেশ করবে। যাতে সেই অঞ্চলে রাজ্য সরকারি উন্নয়ন পৌঁছে দেওয়া যায়। এই বাংলাকে কেন্দ্র করে ১৯২৫ সালে তৈরি হয়েছিল মৌজা মানচিত্র। তারপর কেটে গিয়েছে ১০০ বছর। অনেক পরিবর্তন হয়েছে। যে জায়গায় এক সময় ছিল জলাভূমি, ছিল জঙ্গল সেখানে এখন অট্টালিকা। সেই কারণে রাজ্য সরকারের উদ্যোগে ১০০ বছর পর নতুন করে ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার সঙ্গে ভেক্টর সার্ভে করা হবে।

নিয়ম অনুসারে, কোনও মৌজা অঞ্চলে ভৌগোলিকভাবে ৩২ শতাংশের বেশি পরিবর্তন হলে সেখানে নতুন করে সমীক্ষা করতে হবে। সেখানে দেখা যাচ্ছে ১০০ বছর আগেকার মৌজা মানচিত্রে যা ছিল বর্তমানে অনেক জায়গায় তার অস্তিত্বই নেই। মৌজা ম্যাপ নতুন করে তৈরি করার যৌক্তিকতা রয়েছে।‌ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। এক সময় যেখানে ছিল কোনও মন্দির অথবা মসজিদ সেখানে বর্তমানে বাড়ি তৈরি হয়ে গিয়েছে। অথবা জলের তলায় তলিয়ে গিয়েছে। খালি পুরনো মানচিত্র কাজে লাগছে না। সেই কারণেই নতুন ক্যাডাস্ট্রাল ম্যাপ তৈরি করাটা জরুরি। এই কথা ভেবে একশো বছর পর নতুন করে মৌজা ম্যাপ তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার।

Related Articles