খেলা

১৫ মাস বাদে আবার কোর্টে ফিরলেন কিতোভা

Kitova returns to court after 15 months

Truth of Bengal: মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার কোর্টে ফিরলেন টেনিস তারকা পেত্রা কিতোভা। দীর্ঘ ১৫ মাস তিনি মাঠের বাইরে ছিলেন। গত জুলাই মাসে সন্তানের মা হয়েছেন দুবারের উইম্বলডনজয়ী তারকা।

প্রসঙ্গত, ২০১১ ও ২০১৪ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন কিতোভা।  ২০১৯ সালের পর আর কোনও গ্র্যান্ডস্লামের শেষ আটে পৌঁছতে পারেননি তিনি। এরপর ২০২৩ সালে কিতোভা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁর কোচ জিরি ভানেকের সঙ্গে। এবং বিয়ের কিছুদিনের মধ্যেই অন্তঃস্বত্তা হন কিতোভা। অবশেষে সন্তানের জন্ম হওয়ার সাত মাস পর আবার টেনিস কোর্টে ফিরলেন তিনি।

নিজের কোর্টে ফিরে আসার বার্তা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন এই টেনিস তারকা। সেখানে তিনি বলেন, ‘আমার পুত্র সন্তান পিটারের জন্যই আমি এতদিন কোর্টের বাইরে ছিলাম। আবার কোর্টে ফিরে আসতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। দীর্ঘ এই সময়টা আমি অনেক টেনিসের অনেক কিছু প্রচণ্ডভাবে মিস করেছি।’

তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহ থেকেই ফের অনুশীলন শুরু করব। এবং চলতি মাসের শেষের দিকে টেক্সাসে অনুষ্ঠিত টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ করার ইচ্ছে রয়েছে। এই টুর্নামেন্টের পরই মার্চ মাসে অনুষ্ঠিত হবে মিয়ামি ওপেন। সেখানেও অংশগ্রহণ করার ভাবনা আছে।’

Related Articles