প্রযুক্তি

এবার আইফোন, আইপ্যাডেও নেটফ্লিক্স কনটেন্ট ডাউনলোডের সুযোগ

Now you can download Netflix content on iPhone and iPad

Truth Of Bengal : মৌ বসু আইফোন, আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার অ্যান্ড্রয়েডের মতো আইওএস প্লাটফর্মেও নেটফ্লিক্স কনটেন্ট ডাউনলোড করা যাবে ৷ এতদিন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন ৷ এবার থেকে আইওএস প্লাটফর্মেও এই সুবিধা মিলবে৷ নেটফ্লিক্সের সিরিজের সমস্ত সিজিন ডাউনলোড করতে পারবেন ৷ আইফোনের পাশাপাশি আইপ্যাড ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।

কী করতে হবে

নেটফ্লিক্সের এই ফিচারের সুবিধা পেতে প্রথমেই দেখে নিন আপনার আইফোন বা আইপ্যাডে নেটফ্লিক্স অ্যাপটি আপডেটেড আছে কিনা। এবার আইফোন বা আইপ্যাডে Netflix অ্যাপটি খুলতে হবে এবং এরপর My Netflix অপশনে গিয়ে, স্ক্রিনের নীচে ডানদিকে অপশনে ক্লিক করতে হবে।

যে কনটেন্টটি ডাউনলোড করতে চান তার সিজন বেছে নিন। এবার আপনাকে পছন্দের সিজন অপশনে ক্লিক করে ডাউনলোড করতে হবে ৷ তবে ডাউনলোড শুরু হবে। আইফোন বা আইপ্যাডে ডাউনলোড করা নেটফ্লিক্স কনটেন্ট যে কোনো জায়গায় এবং এমনকি ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখতে পারবেন।

নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, আইওএস ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে নেটফ্লিক্স কনটেন্ট ডাউনলোডের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন ৷ এবার তাঁরা জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই সুবিধা পাবেন ৷

Related Articles