বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সেজে উঠেছে নিউটাউন, অংশ নেবে ৪০ দেশের প্রতিনিধি
Newtown is all set for the World Bengal Trade Conference, representatives from 40 countries will participate

Truth Of Bengal: দু’দিনের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। জার্মানি, ইতালি থেকে জাপান, বিভিন্ন দেশের বণিক মহলের উপস্থিতিতে বাংলায় বিনিয়োগ নিয়ে হবে চর্চা। দেশের নামি শিল্পপতিরা থাকবেন সম্মেলনে। অংশ নিচ্ছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে নিউটাউন। মহানগরী সাজানো হয়েছে বড় বড় হোর্ডিং ও ব্যানারে।
বুধবার থেকে শুরু হচ্ছে দু’দিনের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। বাংলার শিল্প বিকাশে এই বাণিজ্য সম্মেলন আরও গতি বাড়াবে বলে মত বিশেষজ্ঞ মহলের। এবারের শিল্প সম্মেলনের মূল ভাবনা ‘বেঙ্গল মিনস বিজনেস’। মুখ্যমন্ত্রীর এই ভাবনাতেই বাণিজ্যের কুম্ভ মেলা মহানগরীতে। এবারের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ গ্রহণ করছেন দেশ ও বিদেশের বিশিষ্ট শিল্পদ্যোগীরা। বুধ ও বৃহস্পতিবার দু’দিনের বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন বিশ্বের একাধিক দেশের প্রতিনিধিরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক। থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইউরোপের বিভিন্ন দেশের নামী বণিকমহলের প্রতিনিধিরা যোগ দেবেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। জার্মানি, ইতালি থেকে জাপান, বিভিন্ন দেশের বণিক মহলের উপস্থিতিতে বাংলায় বিনিয়োগ নিয়ে চর্চা হবে।
একদিকে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো দেশের স্বনামধন্য শিল্পপতিরা অংশগ্রহণ করবেন। এ রাজ্যের নামি শিল্পপতিরাও থাকছেন সম্মেলনে। ইতিমধ্যে শহরে পৌঁছে গিয়েছেন বহু বিশিষ্টজন। বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর বঙ্গে শিল্প স্থাপনের উপর বিশেষ নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ ও বিদেশের বিনিয়োগ টানতে শুরু করেছিলেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই আন্তর্জাতিক মানের বাণিজ্য সম্মেলন থেকে বঙ্গে কোটি কোটি টাকার বিনিয়োগ এসেছি ইতিমধ্যেই।
বাংলার শিল্প পরিকাঠামো ও শিল্পের অনুকূল পরিবেশের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দেশ ও বিদেশের শিল্পপতিরা। এবারের এই বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞ মহলের। কারণে এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। দেশের গুরুত্বপূর্ণ এই দুই বণিক সভার জাতীয় কর্ম সমিতির বৈঠকে যোগ দেবেন নামি শিল্পপতিরা। বাণিজ্য সম্মেলন উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী এই দুই বণিক সভার সম্মেলনে যোগ দেবেন।
বিশেষজ্ঞ মহলের মতে, এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে গুরুত্ব পেতে চলেছে বাংলার পর্যটন শিল্প। এছাড়াও ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি, চামড়া থেকে টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য থেকে কুটির শিল্প – এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজ্যের আশা, এই শিল্প সম্মেলনের হাত ধরে রাজ্যে আরও বেশি লগ্নি করবেন দেশ-বিদেশের বড় বড় শিল্পপতিরা। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে নিউটাউন। মহানগরী সাজানো হয়েছে বড় বড় হোর্ডিং ও ব্যানারে। বাণিজ্যের কুম্ভ মেলা ঘিরে মহানগরীতে সাজো সাজো রব।