কলকাতা

লেদার কমপ্লেক্স দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা ফিরহাদের

Firhad announces Tk 1 million compensation for families of those killed in Leather Complex accident

Truth of Bengal: লেদার কমপ্লেক্সে মর্মান্তিক দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় বড় ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মৃত শ্রমিকদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এই ঘটনা নতুন করে নর্দমা পরিষ্কারের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলেছে। কারণ, এই ধরনের দুর্ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৫ সালেও একইভাবে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছিল এই লেদার কমপ্লেক্সেই। ওই বছর ৯ ডিসেম্বর ম্যানহোল পরিষ্কার করতে নেমে প্রাণ হারান তিন শ্রমিক।

মাত্র তিন দিন আগেই সুপ্রিম কোর্ট কলকাতা-সহ ছয় রাজ্যে হাত দিয়ে ময়লা তোলা ও নর্দমা পরিষ্কারে শ্রমিকদের নামানো সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। তা সত্ত্বেও লেদার কমপ্লেক্সে এই দুর্ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

এর আগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি কুঁদঘাটে একইভাবে ম্যানহোলে নেমে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় হাইকোর্টে মামলা হয় এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, ম্যানহোল পরিষ্কার করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কথা। কিন্তু বাস্তবে তার প্রয়োগ নিয়ে সংশয় রয়েছে। লেদার কমপ্লেক্সের এই ঘটনায় অনেকেই অভিযোগ করছেন, শ্রমিকদের নামানোর আগে কোনও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, যে ম্যানহোলে শ্রমিকরা নেমেছিলেন, সেখানে বিষাক্ত গ্যাসের উপস্থিতি ছিল। প্রচণ্ড দুর্গন্ধ ও গ্যাসের প্রভাবে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles