রাজ্যের খবর

ফের জয়নগর! এবার মাঠ থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় উদ্ধার রক্তাক্ত গৃহবধূ

Again in Joynagar! This time, a bloody housewife with a veil around her neck was rescued from the field

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জাঙ্গালিয়া গ্রামে সরস্বতী পুজোর দিন এক গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়েছিল। বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার সকালে পথচলতি মানুষেরা একটি মাঠ থেকে গোঙানির শব্দ পান। তাঁরা কাছে গিয়ে দেখেন, এক গৃহবধূ প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর গলায় ওড়না জড়ানো এবং শরীর রক্তাক্ত। তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ মগরাহাটের বাসিন্দা। অভিযোগ, তাঁকে অপহরণ করে জাঙ্গালিয়া গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ধর্ষণ করা হয়। এরপর গলায় ওড়নার ফাঁস দিয়ে তাঁকে খুনের চেষ্টা করা হয়। এই ঘটনায় সাব্বির নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। তবে তাঁর সঙ্গে নির্যাতিতার সম্পর্ক কী, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করা হচ্ছে। নির্যাতিতার পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার আসল সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা।

Related Articles