ফিল্মি কায়দায় বাবার প্রেমিকাকে খুনের, আটক নাবালক-সহ ৩
3 arrested, including minor, for murdering father's girlfriend in a film style

Truth Of Bengal: ফিল্মি কায়দায় বৃহস্পতিবার রাতে এক তরুণীকে কুপিয়ে খুন করা হয়। ইএমবাইপাসের ধারে তাঁর দেহ উদ্ধার হয়। পরকীয়া সংক্রান্ত কারণেই হত্যা করা হয়েছে রফিয়া সাকিল শেখকে। অবৈধ সম্পর্কের জেরেই মহম্মদ ফারুক আনসারির ছেলে রফিয়াকে খুন করে বলে অভিযোগ। জিপিএস ট্র্যাকারে বাবার প্রেমিকাকে খুঁজে নেয় নাবালক। এই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। পুলিশ অভিযুক্ত মোহম্মদ আরসলাম, শাহজাদী ফারুক ও ওয়াসিম আকরামকে গ্রেফতার করেছে।
এদিকে, সল্টেলেক থেকে ভিক্টর গাঙ্গুলি নামে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় রিল লাইফকেও হার মানাবে এই রিয়েল লাইফের ঘটনা। বাবার প্রেমিকাকে নিজের হাতে খুন করল অভিযুক্তের নাবালক ছেলে।এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল ইএমবাইপাসে।পুলিশের সূত্রে জানা গেছে, মহম্মদ ফারুক আনসারি নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে রফিয়া সাকিল শেখ। তাঁদের পরকীয়া সম্পর্ক আঁচ করে ফেলে তাঁর পরিবার।
এই ঘটনায় পুলিশ বছর ১৬-র মোহম্মদ আরসলামকে গ্রেফতার করে। তাকে জুভেলাইন আদালতে পেশ করা হয়। এদিকে, শাহজাদী ফারুক ও ওয়াসিম আকরামকে আলিপুর আদালতে তোলা হয়।এই রোমহর্ষক খুনের কিনারা করতে পুলিশ অভিযুক্তদের জেরা করতে তত্পর।