রাজ্যের খবর
মালদায় উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাফ, গ্রেফতার ১
Banned Kaf Siraf recovered in Malda, 1 arrested

Truth Of Bengal: মালদা: নিষিদ্ধ কাফ সিরাফ-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি মালদার কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারের ভারতীয় ভূখণ্ডের দুইশত দিঘি বাগান বাড়ি এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৮৭ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল।
অভিযুক্তের নাম কবীর শেখ (২৫)। ভারত বাংলাদেশ সীমান্তের গোপালনগর ও শ্মশানি এলাকার মধ্যবর্তী কাঁটাতারের ওপারের ভারতীয় ভূখণ্ডের গ্রাম দুই শত দিঘিতে কবীর একাই থাকতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁটাতারের ওপারে থাকার উদ্দেশ্য একটাই ছিল, পাচার করা।
বাংলাদেশে কাফ সিরাপ পাচার করার উদ্দেশে কাঁটাতারের ওপারে এসেছিল সে। সেই সময় গোপন সূত্র খবর পেয়ে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ে যায় এই ব্যক্তি। ধৃতকে এদিন পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।