
Truth Of Bengal: ফের ভারতীয় মৎস্যজীবীদের উপর হামলা চালাল শ্রীলঙ্কা নৌসেনা। জানা গিয়েছে, পক প্রণালীতে হামলার শিকার হলেন ভারতীয় মৎস্যজীবীরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় নির্বিচারে গুলি চালায় লঙ্কা ফৌজ। হামলায় গুরুতর জখম হয়েছেন পাঁচ জন। জখম পাঁচ জন-সহ মোট ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে দ্বীপরাষ্ট্রের নৌসেনা। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আহত মৎস্যজীবীরা শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জাফনার ভারতীয় কনসুলেট তাঁদের চিকিৎসা তত্ত্বাবধান করছে।
মঙ্গলবার ভোরে পক প্রণালীতে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের অদূরে ওই হামলা চালানো হয়। ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে। মঙ্গলবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে বিদেশমন্ত্রক।