আজকের দিনেলাইফস্টাইল

স্ত্রী-র থেকে উপহার নাকি বসের থেকে বকুনি? কী রয়েছে আপনার ভাগ্যে

A gift from your wife or a scolding from your boss? What's in store for you?

Truth Of Bengal: আজ বৃহস্পতিবার, অর্থাৎ লক্ষ্মীবার। আর এই লক্ষ্মীবারে কী রয়েছে আপানার ভাগ্যে? জানতে দেখুন আজকের রাশিফল।

মেষ: সামাজিক যোগাযোগ বৃদ্ধি। চেনা-অচেনা মানুষদের সঙ্গে কথা বলুন। পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধু-বান্ধব সবাই আজ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে। আজকের দিনটি মোটের উপর আনন্দে কাটবে। শারীরিক অবস্থার উন্নতির যোগ।

বৃষ: এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসায় নতুন যোগাযোগ। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। আজ কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

মিথুন: কাজের চাপ বাড়ার সম্ভাবনা। ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতে পারে। অসুস্থ অনুভব করতে পারেন। প্রেমের জন্য বিরহ ছেয়ে যেতে পারে মনে। ব্যবসায় লাভ। মনের মানুষকে পাশে পাবেন।

কর্কট: যেকোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির নিয়ে অশান্তি হতে পারে। ব্যবসায়ীরা আজকের দিনটি একটু সাবধানে থাকুন। বিবাদ থেকে আজ দূরে থাকুন।

সিংহ: আর্থিক ব্যাপারে অতিশয় শুভ যোগ। সামনের দিনগুলিতে মোটা উপার্জন। আর্থিক সমস্যার সমাধান পাবেন আজ। তবে ব্যবসায়ীরা সতর্কের সঙ্গে নিজেদের পদক্ষেপ নিন।

কন্যা: প্রায় সব কাজেই সাফল্য আসবে। একা একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর থেকেও পরামর্শ নিন, এতে সঙ্গী খুশি হবে। সম্পত্তির নিয়ে বিবাদ। বাবা-মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।

তুলা: নিজেকে নিজের মতেো রাখুন, কারোর জন্য নিজেকে পরিবর্তন করবেন না। লোকের কথায় কান দেবেন না। কাজের চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। সাংসারীক সুখ-শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক: বাড়তি খরচের জেরে দেনা হতে পারে। পরিবারের সঙ্গে আপনার নিজের ব্যক্তিত্বের সংঘাত। ইগোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। সবমিলিয়ে আজ ব্যক্তিগত ও পেশাগত জীবনে ঝামেলা বাড়তে পারে।

ধনু: চাকরির সুযোগ। ব্যবসার দিকেও নতুন যোগাযোগ। ব্যয়-এর তুলনায় আজ আয় বেশি হবে। তবে ব্যবসার জন্য সুদূরে পাড়ি দিতে হতে পারে।

মকর: আজ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায় নতুন যোগ রয়েছে। সাংসারীক সুখ ফিরে আসবে। স্ত্রী-র থেকে উপহার পাবেন আজ। কন্যা সন্তান পড়াশোনায় ভাল ফল নিয়ে আসবে।

কুম্ভ: অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন, ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না। আজ শারীরিক আঘাত পেতে পারেন। নিজের দিকে খেয়াল রাখুন। বন্ধুর থেকে সাহায্য পাবেন।

মীন: ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় রাখতে সক্ষম হবেন। সাংসারিক সুখ-শান্তি বজায় থাকবে। সন্তানের থেকে শুভ সংবাদ পাওয়ার যোগ।

Related Articles