ভয়াবহ দুষ্কৃতী হামলা তেল আবিবে, গুরুতর ভাবে জখম ৪ জন
Terrible criminal attack in Tel Aviv, seriously injured 4 people

Truth Of Bengal : এবার ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল ইজরায়েলের তেল আবিবে। আচমকাই লোকজনদের উপর গুলি চালায় দুষ্কৃতী। দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতরভাবে আহত হয়েছে ৪ জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। পুলিশ ও আততায়ীর মধ্যে চলে লড়াই। আর সেই লড়াইয়ে মৃত্যু হয়েছে খোদ হামলাকারীরওterrorist। ওই হামলাকারীর নাম আব্দুল আজেজ কাদ্দি। পুলিশ এই দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার করেছে আমেরিকান ড্রিম কার্ড। জানা গেছে এই দুষ্কৃতী মরক্কোর বাসিন্দা।
এই আততায়ীর আঘাতে গুরুতরভাবে জখম হয়েছে ৪ জন। যারা গুরুতর ভাবে আহত হয়েছেন তাদের মধ্যে একজনের বয়স ২৪ এবং অন্য জনের বয়স ২৮। আর বাকি দুজনের বয়স ২৪ এবং ৫৯ বছর। প্রথমে হামলাকারী তিনজনকে ছুরির আঘাত করে। ছুরির আঘাত করা মাত্রই ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। চারপাশে ছুটোছুটি হুড়োহুড়ি পড়ে যায়। আর সেই সময়ই আরো একজনকে ছুরির কোপ বসান ওই দুষ্কৃতী। তবে আর বেশি ক্ষতি করার আগেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন এই দুষ্কৃতী।
ইজরায়েলের নিরাপত্তা বাহিনীর মতে এ দুষ্কৃতী জোর করে ইজরায়েলে ঢোকার পরিকল্পনা করছিল। তবে ঢোকার আগেই নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেয়। পরবর্তীতে ওই দুষ্কৃতিকে ইজরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। আর তারপর ১৮ই জানুয়ারি ওই দুষ্কৃতী ঢোকে তেল আবিবের ট্যুরিস্ট ভিসায়। আর ঢোকার কয়েকদিনের মধ্যেই হামলা চালায় এই দুষ্কৃতী।
এদের মধ্যে আহত ওই চারজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে ওই দুষ্কৃতীকে অনুমতি দেওয়া না হলেও পরে কেন তাকে ইজরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া হয় সেই নিয়ে চলছে তদন্ত। দুষ্কৃতী একা নাকি তার সঙ্গে আরও অন্য কেউ জড়িত সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।