খেলা

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর

Former Mohun Bagan footballer Rishi Kapoor passes away

Truth Of Bengal: সোমবার নয়াদিল্লির ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। ঋষি কাপুরের মৃত্যুর খবর ময়দানে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেমে আসে শোকের ছায়া।

প্রাক্তন ফুটবলারের মৃত্যুর খবরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘ঋষি খুবই প্রাণোচ্ছ্বল ছেলে ছিল। ওঁর অকাল প্রয়াণ সত্যিই মেনে নেওয়া খুব কঠিন। আমি ঋষির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

ঋষি কাপুরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষও। প্রাক্তন ফুটবলার বলেন, ‘আস্তে আস্তে কাছের মানুষগুলো হারিয়ে যাচ্ছে। আমার সঙ্গে প্রায়ই কথা হত ঋষির। মোহনবাগানে থাকাকালীন ও দূরন্ত পারফরম্যান্স করেছে। ওঁর সঙ্গে খেলে দারুণ মজা পেতাম। কোনও দায়িত্ব দেওয়া হলে ঋষি সেটা নিশ্চিন্তে পালন করত। আর আমরাও নিশ্চিন্তে থাকতে পারতাম ওঁর ওপর ভরসা করে। ঋষির এইভাবে চলে যাওয়াটা সত্যিই খুব দুঃখের।’

প্রয়াত ফুটবলারের আর এক সতীর্থ মেহতাব হোসেন বলেন, ‘ঋষি খুব ভাল ছেলে ছিল। এত তাড়াতাড়ি ও চলে যাবে এটা ভাবতেই পারিনি।’ এদিকে ঋষি কাপুরের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব সাজি প্রভাকরণ। সোশ্যাল মিডিয়ায় সাজি লেখেন, ‘দিল্লি রাজ্য দল ও দিল্লি ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুরের অকাল প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। ওঁর চির আত্মার শান্তি কামনা করি।’

Related Articles