রাজ্যের খবর
হাড়োয়ায় মদ খাওয়ার প্রতিবাদ করায় মারধর, আহত ২
Two injured in Haroya after protesting against drinking alcohol

Truth Of Bengal: দুই তৃণমূল সমর্থককে কুপিয়ে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়ার নোয়াপাড়া কালিয়ানই গ্রামে।
জানা যাচ্ছে, এলাকায় মদ খাচ্ছিল দুষ্কৃতী। এরপর এই ঘটনার প্রতিবাদ জানায়, বছর ৪০ এর অনুপম মন্ডল ও ৩৫ বছরের এর অষ্টপদ মন্ডল। ওই দুই ব্যাক্তি তৃণমূল কংগ্রেস দলের সমর্থকও। এদিন তারা এলাকায় ওই দুষ্কৃতীদের মদের আসর বন্ধ করতে চায়। কিন্তু সেই আসর বন্ধ করতে গিয়েই তাদের ওপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা।
সেই প্রতিবাদের জেরে তাদের উপর এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। এই ঘটনার পর ওই দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়। এইপর ওই ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ উপস্থিত হয়।