কলকাতা

দক্ষিণ কলকাতায় বন্ধ থাকছে জলসরবরাহ, ভোগান্তি কোন কোন এলাকায়?

Water supply is closed in South Kolkata, suffering in which areas?

Truth Of Bengal: সপ্তাহান্তে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকছে জলসরবরাহ।  শনিবার এই জল পরিষেবা বন্ধ থাকবে বলে কলকাতা পুরসভার পক্ষ থেকে জনস্বার্থে জানানো হয়েছে।টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় মেরামতির কাজ চলবে। সেই কারণেই এই জল পরিষেবা ব্যাহত হচ্ছে। পরিষেবা  বন্ধ থাকায় সাধারণ মানুষকে একদিনের জন্য ভোগান্তির মুখে পড়তে হবে।  টালা পার্কের পর এবার জল বন্ধ থাকবে গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের।

গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে মেরামতি-রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ১৮ জানুয়ারি সকাল ৯টা থেকে ১বেলার জন্য জল বন্ধ থাকবে। কালীঘাট,রানিকুঠি,গড়ফা,চেতলা,গল্ফ গ্রিন, বেহালা, বাঁশদ্রোণী, মেটিয়াবুরুজে জল বন্ধ থাকবে। বিস্তীর্ণ অংশের মানুষকে ১দিনের জন্য জল ভোগান্তির মুখে পড়তে হবে।

এর ফলে বোরো ৮, বোরো ৯, বোরো ১০, বোরো ১১ এবং বোরো ১২ আংশিক ছাড়া ও বোরো ১৩ ,১৪, ১৫ এবং ১৬ নম্বর বোরো জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মহানাগরিক।১৯তারিখ থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

রবিবার সকালে ২৪ ঘণ্টা পরে নির্দিষ্ট সময়ে ফের জল পরিষেবা স্বাভাবিকভাবেই পাওয়া যাবে। দক্ষিণ কলকাতার পিটিএস থেকে গড়িয়াহাট, কালীঘাট, হাজরা, চেতলা, নিউআলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, তিলজলা-সহ বিস্তীর্ণ এলাকায় ১বেলার জন্য জল পাওয়া যাবে না।

Related Articles