রাজ্যের খবর

মালদার নাজিরপুরে এক ব্যক্তির রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ

Mysterious death of a person in Maldar Nazirpur, police investigating

Truth of Bengal: সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিরেন সরকার। বৃহস্পতিবার বিকাল নাগাদ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয় ওই ব্যক্তি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। তারপরে তার আর কোন হদিস মেলেনি।

শুক্রবার সকালেই ওই ব্যক্তিকে বাগানের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। তবে স্থানীয়দের অনুমান, ব্যক্তিটি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর কারণ হিসেবে স্থানীয়রা বলেন সাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। সে সময় তিনি হয়ত হৃদরোগে আক্রান্ত হন।

কিন্তু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন না যার কারণেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি নিখোঁজ হন, তার পরেই তার মৃতদেহ উদ্ধার হয়। তার মৃত্যুর ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা। তবে ময়নাতন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের সদস্যের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।

Related Articles