
Truth Of Bengal: গ্রেফতার করা হল সইফ আলি খানের হামলাকারীকে। বৃহস্পতিবার ভোররাতেই আচমকাই এক দুষ্কৃতী ঢুকে পড়েন অভিনেতার বান্দ্রার বাড়িতে। জানা গিয়েছে, এরপর ওই দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিনেতা। আর তাতেই এই ভয়ানক রক্তারক্তি পরিস্থিতি।
सैफ अली खान पर चाकू से हमला करने वाला गिरफ्तार, मुंबई पुलिस को बड़ी कामयाबी
Watch : https://t.co/a73ow232qu#SaifAliKhan #SaifAliKhanAttacked #Bharat24Digital@PreetiNegi_ @MahaPolice pic.twitter.com/FS3lKN3m8b
— Bharat 24 – Vision Of New India (@Bharat24Liv) January 17, 2025
এরপরেই শুরু হয় জোর তদন্ত, খতিয়ে দেখা হয় সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ। আর তাতেই দেখা মিলেছিল সইফের উপর হামলাকারী ওই দুষ্কৃতীর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই দুষ্কৃতীর ছবি। ঘটনায় যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাত দুটো তেত্রিশ মিনিট নাগাদ সইফ আলি খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামছেন চোরের মতো। আবার তাকাচ্ছেন সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়ার টিশার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালে জাতীয় কিছু। আর পরে আছেন জিন্স। কাঁধে রয়েছে ব্যাগও। আর তাতে আর বুঝতে অসুবিধা হয়নি এই ব্যক্তিই হামলাকারী দুষ্কৃতী।
দুষ্কৃতী হামলার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সইফকে। তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান অটোয় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন এই দুর্ঘটনার পর। জানা গিয়েছে, ওই মধ্যরাতে কোনও গাড়ি পাননি ইব্রাহিম যেটায় করে তিনি তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে আসতে পারেন। না ছিল ড্রাইভার, না ছিল গাড়ি প্রস্তুত। তাই তিনি বাধ্য হয়ে যাতে আর সময় অপচয় না হয় বা বাবার বেশি ক্ষতি না হয় তাই তিনি সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। তার চোট এতটাই গুরুতর যে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়। তবে বর্তমানে স্থিতিশীল অভিনেতা।