সম্পাদকীয়

পানীয় জল নিয়ে আপস নয়, বুঝিয়ে দিচ্ছে রাজ্য

There is no compromise on drinking water, says the state

Truth Of Bengal: রাজ্য সরকার চায় সব বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে। রাজ্যে প্রায় এক কোটির কাছাকাছি বাড়িতে পৌঁছে গিয়েছে পানীয় জলের লাইন। অনেক জায়গায় পানীয় জল নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। সরকার সেই অভিযোগ শুনে দ্রুত সমাধান করছে। এবার সাধারণ মানুষের অভিযোগ শুনতে নিয়ে আসা হচ্ছে নয়া অ্যাপ। বহু এলাকায় ঠিকমতো জল পৌঁছচ্ছে না। নলবাহিত কল দিয়ে খুব হালকা জল পড়ছে। অনেক এলাকায় মূল জলের লাইন কেটে ব্যবসায়িক কাজে ব্যবহার হচ্ছে। অনেক এলাকায় নলবাহিত পানীয় জল শৌচাগারে ব্যবহার করা হচ্ছে। রাজ্যে এ ধরনের অভিযোগ সামনে এসেছে ভুরিভুরি। কিন্তু নির্দিষ্ট ভাবে কোথায় অভিযোগ জানাবেন তা জানে না সাধারণ মানুষ। তাদের জন্য আগেই দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। তাতে অনেক অভিযোগ এসেছে। আর বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে নিয়ে আসা হচ্ছে অ্যাপ।

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে রাজ্যের পিএইচই দফতর। এখন সবার হাতেই স্মার্ট ফোন। এধরনের অভিযোগ জানানোর জন্য এবার মোবাইল অ্যাপের ওপর ভরসা করছে সংশ্লিষ্ট দফতর। পাইলট প্রজেক্ট শুরু হল নদিয়ার করিমপুরে। এই অ্যাপের সাফল্য মিললে পরবর্তীতে গোটা রাজ্যে চালু করার পরিকল্পনা রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের। তখন গোটা রাজ্যে এক ক্লিকে জল সংক্রান্ত অভিযোগের সুরাহা মিলবে। নদিয়া জেলার করিমপুর-১ ব্লক ইতিমধ্যেই ‘সজল’ ব্লক হিসাবে ঘোষিত। এই ব্লকে গ্রাহকদের কাছে পানীয় জলের সুষ্ঠু সরবরাহের জন্য অভিযোগ রেকর্ড ও তার প্রতিকারের ব্যবস্থার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক অভিযোগ ঠিকানা ব্যবস্থা (গ্রিভ্যান্স অ্যাড্রেসাল সিস্টেম) পাইলট প্রকল্প হিসাবে গ্রহণ করা হয়েছে।

অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ এবার তাঁদের যদি কোনও অভিযোগ থাকে সেখানে জানাতে পারবেন। অভিযোগ জমা হলেই সঙ্গে সঙ্গে জানতে পারবে সংশ্লিষ্ট দফতর। প্রতিকার করা যাবে দ্রুত। পানীয় জল নিয়ে কোনও অসুবিধা রাখতে চায় না রাজ্য সরকার। সেই জন্য পর পর এমন উদ্যোগ নিয়ে আসা হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিকল্পনায়। যা বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।

Related Articles