চার সন্তানের জন্ম দিলে ১ লক্ষ টাকা পুরস্কার, বিতর্কে মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ড
Madhya Pradesh's Parashuram Kalyan Board in controversy, offering Rs 1 lakh reward for giving birth to four children

Truth Of Bengal: মধ্যপ্রদেশে ব্রাহ্মণ দম্পতিদের চার সন্তান জন্মানোর আহ্বান ঘিরে বিতর্ক শুরু হয়েছে। পরশুরাম কল্যাণ বোর্ডের প্রেসিডেন্ট পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া সম্প্রতি ঘোষণা করেছেন, ব্রাহ্মণ দম্পতিরা যদি চার সন্তানের জন্ম দেন, তবে তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে।
রাজোরিয়ার মতে, সনাতন ধর্ম রক্ষা করতে হলে ব্রাহ্মণ দম্পতিদের অন্তত চার সন্তান থাকা উচিত। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ব্রাহ্মণ দম্পতিরাই তাঁদের সন্তানদের সঠিকভাবে গড়ে তুলবেন এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষা করবেন।”
অনেকে প্রশ্ন তুলেছেন, চার সন্তান পালনে যে খরচ হবে, তা কীভাবে সামলাবেন পরিবারগুলি? তবে বিষ্ণু রাজোরিয়া এই দাবি মানতে নারাজ। তাঁর বক্তব্য, “ভারত এখন শক্তিশালী দেশ। সম্পদের অভাব নেই। দারিদ্র ও মুদ্রাস্ফীতির মতো বিষয় এখন আলোচনার প্রয়োজন নেই।”
ভারতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে সরকার। কিছু রাজ্যে জন্মহার ইতিমধ্যেই দেশের গড়ের তুলনায় কম। কিন্তু এর মধ্যেই রাজোরিয়ার এই মন্তব্য সমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই ধরনের আহ্বান জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে বিশ্লেষণ চলছে। তবে সমালোচকদের মতে, ধর্মীয় ভিত্তিতে এমন দাবির ফলে সমাজে নতুন বিভাজন তৈরি হতে পারে।