রাজ্যের খবর

আবারও বর্ধমানে ১১ বস্তা গাঁজা উদ্ধার, ধৃত ১

11 bags of marijuana recovered in Burdwan again, 1 arrested

Truth Of Bengal: মঙ্গলবার ভোরবেলা গোপন সূত্রে খবর পেয়ে ডিস্ট্রিক্ট এস ও জি এবং দেওয়ানদিঘী পুলিশ স্টেশনের যৌথ টিমের অভিযানে তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে একটি ছোট চার চাকার গাড়ি আটক করা হয়। তল্লাশীর পর এই গাড়িতে ১১ বস্তা গাঁজা পাওয়া যায়। সঠিক আইনানুগ পদ্ধতি বজায় রেখে দেওয়ানদিঘী থানার পুলিশ বীরভূম জেলার সাইথিঁয়া নিবাসী অভিযুক্ত চালক সঞ্জয় রাহার কাছ থেকে প্রায় ৭১.৯০০ কেজি ওজনের মোট ১১ বস্তা প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করা হয়।

ব্লক উন্নয়ন আধিকারিক, বর্ধমান -১ নম্বর ব্লকের উপস্থিতিতে সম্পূর্ণ বাজেয়াপ্তকরণ পদ্ধতিটি সম্পন্ন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করার পদ্ধতি শুরু করা হয়েছে। অভিযুক্তের কাছ থেকে জানা গেছে যে, সে কোচবিহারের মাথাভাঙা থেকে গাঁজার এই চালানটি বর্ধমান শহরের কাউকে সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসছিল। অভিযুক্তকে বর্ধমান আদালতে হাজির করার আগে একটি প্রেসমিট করেন জেলা পুলিশ সুপার।

Related Articles