চাকরি

আয়কর দফতরে কাজের সুযোগ! কোন পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Job opportunities in Income Tax Department! Which positions are being recruited, how to apply

Truth Of Bengal: মৌ বসু : কেন্দ্রীয় সরকারের চাকরি করার বাসনা সকলের মনে থাকে। আয়কর দফতরে কাজের সুযোগ আছে চাকরিপ্রার্থীদের সামনে। আয়কর দফতরে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি আয়কর দফতরে ডেটা প্রসেসিং অ্যাসিসট্যান্ট পদে ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করবে। জেনারেল সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ বি গেজেটেড নন মিনিস্টেরিয়াল ক্যাডার পদে নিয়োগ করা হবে।

কীভাবে করবেন আবেদন-

আয়কর দফতরের অফিশিয়াল ওয়েবসাইট (incometaxindia.gov.in) মারফত অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। দিল্লি, লখনউ, কলকাতা, হায়দরাবাদ, কানপুর, চণ্ডীগড় ও চেন্নাইয়ে পরীক্ষা হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা করে।

আবেদনপত্র, প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—
Directorate of Income Tax (Systems), Central Board of Direct Taxes, Ground Floor, E2, ARA Center, Jhandewala Ext., New Delhi

Related Articles