খেলা

সিডনির ঘটনায় ভুল স্বীকার অজি ক্রিকেটার কনস্টাসের

Auji cricketer Constas admits wrongdoing in Sydney incident

Truth Of Bengal : সিডনিতে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় পেসার যশপ্রীত বুমরার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্যাম কনস্টাস। ক্রিকেট মহলে শান্ত ক্রিকেটার হিসাবেই পরিচিত বুমরা। কিন্তু তাঁকে আচমকা এইরকম আচরণ করতে দেখে বেশ কিছুটা বিস্মিত হয়েছিলেন ক্রিকেট ভক্তরা। এবার যাঁর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বুমরা সেই অজি ক্রিকেটার কনস্টাস এই ঘটনার জন্য নিজের ভুল স্বীকার করলেন।

এই প্রসঙ্গে অজি ক্রিকেটার কনস্টাস জানান, ‘সিডনি টেস্টের দ্বিতীয় দিনের ওই সময় খোয়াজা আর আমি ক্রিজে ব্যাট করছিলাম। খোয়াজা আউট হওয়ার আগে আমরা পরিকল্পনা করেছিলাম কিছুটা সময় যাতে চুরি করে নেওয়া যায়। সেইমতো খোয়াজা সময় চুরি করার চেষ্টা করে, কিন্তু তাতেও লাভ হয়নি। ওঁকে পরের বলেই আউট হয়ে প্যাভেলিয়নে ফিরয়ে দেন বুমরা। সেক্ষেত্রে দোষটা আমারই। ক্রিকেট মাঠে এইরকম ঘটনা ঘটতেই পারে। তবে অবশ্যই আমি কৃতিত্ব দেব যশপ্রীত বুমরাকে। এর পাশাপাশি কনস্টাস বলেন, মাঠে নেমে আমার প্রধান লক্ষ্যই হচ্ছে নিজের সেরাটা দেওয়া। যাতে বিপক্ষ দল চাপে থাকে।’

প্রসঙ্গত, সিডনি টেস্টের দ্বিতীয় দিনে যখন বুমরা বল করার প্রস্তুতি নিচ্ছেলন। ঠিক সেই সময় তাঁকে থামিয়ে দেন অস্ট্রেলিয়ার ব্যাটার ওসমান খোয়াজা। বুমরাও সেই সময় কিছু বলেন খোয়াজাকে। এবং আচমকাই বুমরা ও খোয়াজার এই ঘটনায় প্রবেশ করে কনস্টাস বুমরাকে কিছু মন্তব্য করেন। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন বুমরাও। তবে মাঠের আম্পায়ার পরিস্থিতি বেগতিক দেখে দুজনকেই থামিয়ে দিয়েছিলেন।

Related Articles