সম্পাদকীয়

স্বচ্ছতা বজায় থাকুক সমস্ত কাজে

May transparency be maintained in all matters

Truth Of Bengal: নবান্নে প্রশাসনিক বৈঠকে নাড়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কোনরকম অনিয়ম বরদাস্ত নয় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দিয়েছিলেন সরকারি কোন কাজে ঢিলেমি চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় পড়েছিলেন বিভিন্ন দফতরের মন্ত্রী থেকে আমলা সকলেই। একাধিক বিষয়ে প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে যেমন ছিল বেআইনি জমি দখল, বালি চুরি ইত্যাদি।

এধরনের অবৈধ কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জেলায় এ ধরনের গুরুতর অভিযোগ উঠেছে। যারা এধরনের অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নবান্নের প্রশাসনিক বৈঠকের পরপর আধিকারিকরা মাঠে নেমে পড়েছেন বেআইনি কাজ বন্ধ করতে। এমনকি বালি খাদানে পৌঁছে গিয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর প্রথমে বিভিন্ন দফতরের মন্ত্রী, আধিকারিকরা বৈঠক করেন। অবৈধ কার্যকলাপ বন্ধ করতে পরিকল্পনা তৈরি করেন তাঁরা। আর তারপরেই মাঠে নামেন। বিভিন্ন বালি খাদান থেকে বালি চুরির অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে বীরভূম জেলায় একাধিক বালি খাদান থেকে বেআইনি বালি বিক্রি হয়ে যাচ্ছে এমন অভিযোগ ওঠে। এছাড়াও অন্য বেশ কয়েকটি জেলাতেও একই অভিযোগ রয়েছে। এই কাজে কাদের মদত রয়েছে? পুলিশ কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না? এবার মাঠে নেমে গভীরে ঢোকার চেষ্টা চালাচ্ছেন পুলিশ কর্তারা।

পাশাপাশি দেউচা পাঁচামির খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই এলাকায় বসবাসকারী বহু মানুষ তাদের জমি সরকারকে দিয়ে দিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে লোভনীয় প্যাকেজে দেওয়া হয়েছে জমি দাতাদের। তারপরেও কেন কাজে ঢিলেমি? কোথায় জটিলতা? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের মুখ্যসচিব-ডিজি সহ অন্যান্যরা পৌঁছে যান দেউচা পাঁচামিতে।

খতিয়ে দেখেন কাজের অগ্রগতি। বৈঠক করেন স্থানীয় স্তরে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী নাড়া দিয়েছিলেন। আর সেই নাড়া খেয়ে নড়েচড়ে বসেছে প্রশাসনের কর্তারা। বিভিন্ন দফতর আরও সক্রিয় হয়ে কাজে গতি আনতে তৎপর হয়ে উঠেছে। রাজ্যের মানুষ এই তৎপরতাটাই চাইছেন। বাংলার মানুষ চান অনিয়ম নয়, মুখ্যমন্ত্রীর দেখানো পথে স্বচ্ছতা বজায় থাকুক সমস্ত কাজে।

Related Articles