দেশ

মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত ৩

3 killed after being run over by train while playing mobile games

Truth Of Bengal: মোবাইলে গেম খেলতে গিয়ে তিন কিশোরের মৃত্যু। রেল লাইনের উপর বসে কানে হেডফোন গোজা অবস্থায় মোবাইলে গেম খেলতে ব্যস্ত ছিল ওই তিন যুবক। বাইরের কোনও কিছুতেই তাদের ছিল কোনও ভ্রূক্ষেপ। আচমকা ওই রেল লাইনের উপরে ট্রেন চলে আসায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।

ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পায়ন জেলায়। মৃতরা ফুরকান আলম, সমীর আলম, হবিবুল্লা আনসারি। পুলিশ সূত্রে খবর, এই তিন যুবকই রেললাইনের ধারের বস্তিতে বসবাস করে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝামাঝি বসেছিল ওই তিন কিশোর। কানে হেডফোন দেওয়া অবস্থায় মোবাইলে গেম খেলতে তারা এতটাই বুঁদ হয়েছিল যে দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনের শব্দ পর্যন্ত তাদের কানে পৌঁছয় নি।

ট্রেন যখন তাদের একেবারে কাছে, তখন প্রাণে রক্ষা পাওয়ার মতো কোনও উপায়ই আর ছিল না তাদের। যার জেরে একসঙ্গে তিনজনই কাটা পড়ে যায় ট্রেনে। এই দুর্ঘটনিার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় তিন কিশোরের পরিবার। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেহ। ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশও। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান এসডিপিও।

Related Articles