সম্পাদকীয়

স্টারের নাম বদলে বিনোদিনী দাসীকে সম্মান

Star's name changed to honor Binodini Dasi

Truth Of Bengal: যার হাতে তৈরি স্টার থিয়েটার, সেই বিনোদিনী দাসীর নামে হতে চলেছে নামকরণ। বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম। নতুন বছর থেকে স্টার থিয়েটারের নাম বদলে হবে ‘বিনোদিনী থিয়েটার’। সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নতুন নাম ঘোষণা করেছেন। ১৮৮৩ সালে স্থাপিত হয় এই বিখ্যাত নাট্যমঞ্চের। যা একটা সময় উত্তর কলকাতার আইকন হয়ে ওঠে।

এই নাট্যমঞ্চ তৈরিতে বিরাট ভূমিকা ছিল বিনোদিনী দাসীর। এখানে নাটক দেখতে আসা বিখ্যাতদের মধ্যে ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমংহসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগদ্বিখ্যাত ব্যক্তিরা। ইতিহাসের নিয়ম মেনে এই এই নাট্যমঞ্চের অনেক বদল এসেছে। তবে ঐতিহ্য কমেনি এতটুকুও। নতুন বছরে মুক্তি পাবে বিনোদিনী দাসীর জীবন কাহিনি অবলম্বনে বাংলা সিনেমা ‘বিনোদিনী: নটীর উপাখ্যান’। তার আগেই স্টার থিয়েটারের নাম বদল হচ্ছে।

পুরুষপ্রাধান্য পেত কলকাতার যে নাট্য সমাজে, সেই নাট্য সমাজে বিনোদিনী দাসীর ভূমিকা ছিল দেখার মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহিলা নাট্য ব্যক্তিত্ব্যের নামে নামকরণ করলেন স্টার থিয়েটারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান মহিলাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য অনেক কিছু করেছেন। বহু প্রকল্প চালু আছে মহিলাদের জন্য। সেই মহিলাদের সম্মান জানানোর জন্য এবার তিনি স্টার থিয়েটারের বান বদলে ‘বিনোদিনী’ থিয়েটার করলেন। যে থিয়েটার গড়ে ওঠার সঙ্গে নাম জড়িয়ে আছে দাসী বিনোদিনীর।

উত্তর কলকাতার হাতিবাগানের স্টার থিয়েটার ভবনটি কলকাতার একটি ঐতিহ্যবাহী ভবন। নয়ের দশকে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে এই ভবনটির বিরাট ক্ষতি হয়েছিল। এক বছরের মধ্যে কলকাতা পুরসভা বাড়িটি সারিয়ে আবার নাট্যমঞ্চটি চালু করে। ২০১২ সালে এই ঐতিহাসিক ভবনটিকে সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। এখন স্টার থিয়েটারের সামনের দিকের স্থাপত্যশৈলীতে পুরনো ঐতিহ্য বজায় থাকলেও অভ্যান্তরে আধুনিকতার ছোঁয়া লেগেছে। নাটকের পাশপাশি এখানে সিনেমা প্রদর্শন হয়। সেই থিয়েটারের নাম বদলে যাচ্ছে এবার।