কলকাতা

নিরাপত্তার বজ্রআঁটুনি, বর্ষশেষের ভিড় সামলাতে তৈরি পুলিশ

Security tightened, police ready to handle year-end crowd

Truth Of Bengal: পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে জোরকদমে। বর্ষবরণের অনুষ্ঠানে মাতোয়ারা মানুষের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হচ্ছে সবরকম নজরদারি। শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

পার্ক স্ট্রিট সহ শহরজুড়ে বজ্র আঁটুনির ব্যবস্থা করার পাশাপাশি মা উড়ালপুলে বাইক আরোহীদের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।কতটা নজরদারি বেড়েছে তা দেখার জন্য বাংলা জাগোর ক্যামেরা পৌঁছে গিয়েছিল শহরের নানা প্রান্তে।এরমধ্যে পার্কস্ট্রিটে দেখা যায়,ওয়াচটাওয়ার থেকে নজরদারির এলাহি ব্যবস্থা। উল্লেখ্য, বর্ষবরণ উপলক্ষে শহরের যেখানে  জমায়েত হয়,সেখানেই পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। চিড়িয়াখানা, জাদুঘর –ভিক্টোরিয়ার মতোই  নানা জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। সাধারণ মানুষকে আইন মেনে বর্ষবরণ উদ্‌যাপন করার আর্জি জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

উৎসবের মরশুমে মহিলা এবং শিশুদের নিরাপত্তার দিকে বেশি নজর  রাখা হয়েছে, বলে জানিয়েছেন তিনি।  মত্ত অবস্থায় বা বেপরোয়া ভাবে গাড়ি চালালে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ।   মহিলাদের সঙ্গে অশালীন আচরণের  ঘটনা  যে বরদাস্ত করা হবে না তাও পুলিশের বহু স্তরীয় চেকিং,কড়া নজর এমনটাই যেন জানান দিচ্ছে। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি কলকাতায় সাড়ে ৪ হাজার পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। বর্ষবরণ উপলক্ষে যেহেতু পার্ক স্ট্রিট চত্বরে বেশি ভিড় হয়, তাই সেখানে পুলিশ বেশি মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে সাদা পোশাকে পুলিশ। অপরাধ দমন শাখার টিম থাকবে নিরাপত্তার  নজরদারিতে।

Related Articles