দেশ

একি অদ্ভুত কাণ্ড! স্কুটি থেকে পথচারীদের সপাটে চড় মেরে পালাচ্ছেন যুবক?

A strange body! The young man is running away from the scooty by slapping the pedestrians?

Truth Of Bengal : একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটতেই থাকে যোগী রাজ্যে। সজোরে স্কুটি চালিয়ে আসছেন এক যুবক। স্কুটি চালিয়ে আসার পর যে কোন লোক কে দেখেই সজোরে চড় লাগিয়ে স্কুটি চালিয়ে পালিয়ে যাচ্ছে সেই যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের নৌচন্দী থানার ফুলবাগ কলোনিতে। এক দিন নয়, এই ঘটনা গত কয়েকদিন ধরেই ঘটে চলেছে সমানে।

পুলিশ সূত্রে খবর এই ধরনের ঘটনার অভিযোগ কেবল একজন বলেনি। গত কয়েক দিন ধরেই থানায় এই ধরনের অভিযোগ নিয়ে আসছে একাধিক ব্যাক্তি। যারা অভিযোগ নিয়ে আসছে তাদের মধ্যে বেশির ভাগই ফুলবাগ কলোনি এলাকার। স্থানিয়া দাবি করেছেন এই হামলা কেবল হচ্ছে রাতের দিকে, যে পথ চারিরা একা একা রাস্তা দিয়ে হেঁটে চলেছে তাদের সঙ্গেই এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে স্কুটি নিয়ে পিছন দিক থেকে এসে পথচারিদের সপাটে চড় লাগাচ্ছে ওই যুবক। এতো জোরে চড় মারছে যে পথচারী রাস্তা থেকে রীতিমত উল্টে পড়ছে। তবে কিছুতেই ধরা পড়ছে না ওই যুবক, ধরা পড়ার আগেই সজোরে স্কুটি চালিয়ে পালিয়ে যাচ্ছে সেই যুবক। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ইতিমধ্যেই ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নৌচন্দী থানা সংলগ্ন বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু হেলমেট পড়ে থাকার জন্য ওই ব্যক্তিকে খুঁজতে সময় লাগছে পুলিশের। তবে যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যক্তিকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছে পুলিশ।

Related Articles