দেশ

ভারতীয় নৌসেনার হাতে এল আইএনএস সুরত!

Homegrown INS Surat came into Indian Navy's hands

Truth Of Bengal: শেষ হয়েছে প্রায় আড়াই বছর ধরে সমুদ্র যুদ্ধের মহড়া। এবার আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার হাতে এসেছে আইএনএস সুরত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, গত ২০ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে বিশাখাপত্তনম গোত্রের এই যুদ্ধ জাহাজ ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। দ্রুত এই ডেস্ট্রয়ার  নৌসেনায় কমিশন প্রাপ্ত হবে বলে জানা গিয়েছে। এর ফলে ভারতীয় নৌসেনার অস্ত্রাগারে আসতে চলেছে চতুর্থ পি-১৫বি শ্রেণির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। মুম্বইয়ের মাঝগাঁও ডক ইয়ার্ডে নির্মিত হয় এই যুদ্ধজাহাজ। এরপর ২০২২ সালের মে মাসে এই মহড়া শুরু হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে। এর পর থেকে ধারাবাহিক ভাবে সমুদ্র যুদ্ধের মহড়ায় ব্যস্ত থেকেছে সুরত। ক্ষেপণাস্ত্র, কামান, টর্পেডো-সহ নানা অস্ত্রসম্ভারে সজ্জিত এই ডেস্ট্রয়ার।

আইএনএস সুরত হল প্রজেক্ট ১৫বি চতুর্থ রণতরী। এই নিয়ে চলতি মাসেই ভারতীয় নৌসেনার রণসম্ভারে যুক্ত হল তিনটি নতুন রণতরী। আইএনএস সুরত ছাড়াও এই তালিকায় রয়েছে প্রজেক্ট ১৭এ-র প্রথম ফ্রিগেট আইএনএস নীলগিরি এবং রাশিয়া থেকে এনে পুনর্নির্মিত আদতে ‘তলোয়ার ক্লাস ফ্রিগেট’ আইএনএস তুশিল।

প্রসঙ্গত, ২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভাঁড়ারে অন্তত ২০০টি বিভিন্ন শ্রেণির যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। নতুন যুদ্ধজাহাজগুলির বড় অংশই কোচি, মুম্বই, কলকাতা-সহ দেশের বিভিন্ন ডক ইয়ার্ডে তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।